বিডিনিউজ২৪
অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে সময় পেল বিটিআরসি
অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার।
তিনি বলেন, ‘ইতোমধ্যে আজকে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) আদালত থেকে আরও ১৪ দিন সময় নেয়া হয়েছে। আগামী ১৪ দিনের মধ্যে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করে দেয়া হবে।’
মোস্তফা জব্বার বলেন, কোর্টের নির্দেশনা অনুযায়ী অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের ডেটলাইন ছিল আজকে। সে অনুযায়ী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে যথাসময়ে অনিবন্ধিত নিউজ পোর্টালের তালিকা না পেয়ে আদালত অবমাননা থেকে রক্ষা পেতে বিটিআরসি নিজেরাই একটা তালিকা করে নিউজ পোর্টাল বন্ধ করার প্রক্রিয়া শুরু করে আজকে। এতে বিএসএস, বিডিনিউজ২৪, বাংলানিউজসহ বেশ কিছু অনলাইন পোর্টালও অনিবন্ধিত নিউজ পোর্টালের সাথে বন্ধ হয়ে যায়। পরে যেসকল নিউজ পোর্টাল বন্ধ করা হয়েছিল সবগুলো আবার এখন খুলে দেয়া হয়েছে।
মন্ত্রী বলেন, ‘তথ্যমন্ত্রীর সাথে কথা হয়েছ। দুই-তিন দিনের মধ্যে অনিবন্ধিত নিউজ পোর্টালের তালিকা দিয়ে দেবেন। সে অনুযায়ী বিটিআরসি বন্ধের ব্যবস্থা নেবে।’
আরও পড়ুন: ৫৯টি আইপিটিভি বন্ধ করেছে বিটিআরসি
ঝুলন্ত তারসহ সব সমস্যা ক্রমান্বয়ে নিরসন করা হবে: বিটিআরসি
অনিবন্ধিত নিউজ পোর্টাল ৭ দিনের মধ্যে বন্ধের নির্দেশ
৩ বছর আগে