কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘বাংলা কর্নার’ উদ্বোধন
নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘বাংলা কর্নার’ উদ্বোধন
মুজিব বর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে ’বাংলা কর্নার’ স্থাপন করা হয়েছে। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কের উদ্যোগে ও কুইন্স পাবলিক লাইব্রেরির সহযোগিতায় এই কর্নার স্থাপন করা হয়।
স্থানীয় সময় মঙ্গলাবার পররাষ্ট্র মন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্নারটির উদ্বোধন করেন।
আরও পড়ুন: দিল্লি প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’ উদ্বোধন সোমবার
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কম্যুনিটির সর্ববৃহৎ আবাসস্থল নিউইয়র্কের কুইন্স বোরো। যেখানে ইংরেজি, স্প্যানিশ ও চাইনিজ ভাষার পরেই বাংলা চতুর্থ বৃহৎ ভাষা হিসেবে ব্যবহৃত হয়। সেকারণে বোরোতে অবস্থিত কুইন্স পাবলিক লাইব্রেরিতে ’বাংলা কর্নার’ স্থাপন বিশেষ তাৎপর্য বহন করে। ’বাংলা কর্ণার’ টিতে সর্বমোট ৩০৯ বই বাংলাদেশ কনস্যুলেটের পক্ষ থেকে প্রদান করা হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘২০২১ সাল বিভিন্ন দিক দিয়ে গুরুত্বপূর্ণ কারণ এ বছর আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী (২৮ সেপ্টেম্বর) জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধামন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্ম দিন। সে কারণে এ দিনে ‘বাংলা কর্নার’ এর উদ্বোধন বিশেষ তাৎপর্য বহন করে।
আরও পড়ুন: বাংলাদেশ ও ভারতের নোম্যান্সল্যান্ডে প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন
বাংলাদেশের পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, ‘মুজিব বর্ষে স্থাপিত এই ’বাংলা কর্নার’টি আমাদের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন কুইন্স পাবলিক লাইব্রেরিসহ অন্যান্য মূলধারার প্রতিষ্ঠানের সাথে কনস্যুলেটের যোগাযোগ উত্তরোত্তর বৃদ্ধি পাবে।’
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন, নিউইয়র্ক স্টেট সিনেটর জন সি. ল্যু, ও কুইন্স বোরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ডস এবং সাংবাদিক হাসান ফেরদৌস। প্রত্যেকেই বাংলা ভাষাকে নতুন প্রজন্মের বাংলাদেশী-আমেরিকানদের কাছে তুলে ধরার এ উদ্যোগের প্রশংসা করেন। এর মাধ্যমে বাংলা ভাষাভাষি সকলের বিশেষ করে শিশু কিশোরদের মধ্যে বাংলাদেশ সম্পর্কে সম্যক ধারণা তৈরি হবে বলে তারা আশা প্রকাশ করেন।
আরও পড়ুন: প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’ উদ্বোধন
৩ বছর আগে