পুকুরে ডুবে
শরীয়তপুরে পুকুরে ডুবে দুই শিশু নিহত
শরীয়তপুরের সখিপুরে পুকুরের পানিতে ডুবে ইমন হোসেন (৫) ও তাউহিদ (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জান্নাত নামে ৩ বছরের এক শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাদবর কান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ইমন হোসেন বাদল সরকারের ছেলে এবং তাউহিদ ইসলাম শাহ-আলম বেপারীর ছেলে। তারা দু’জনেই মাদবর কান্দি সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।
স্থানীয়রা জানান, আজ (মঙ্গলবার) দুপুরে তিন শিশু বাড়ির পাশেই খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা আশ্রয়ণ প্রকল্পের পাশের একটি পুকুরে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তারা নিখোঁজ হলে পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। খোঁজা শুরু করলে কিছু সময় পর পুকুরের পানিতে ভেসে উঠতে দেখা যায় এক শিশুর দেহ। পরে গ্রামবাসী পুকুরে নেমে দুই শিশুর লাশ উদ্ধার করে। এ সময় জান্নাত নামে আরও এক শিশুকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
আবুল হোসেন নামে স্থানীয় একজন বলেন, ‘শিশু দুটি নিখোঁজ হওয়ার পর হঠাৎ গ্রামবাসীরা পানিতে কিছু একটা ভাসতে দেখে। এরপর পানিতে নেমে এক শিশুকে উদ্ধার করা হয়। পরে আরেকজনকেও পানিতেই পাওয়া যায়। কিন্তু ততক্ষণে তারা আর বেঁচে ছিল না। তবে জান্নাতকে পুকুরের পাড়ে পেয়েছি জীবিত অবস্থায়। পরে তাকে হাসপাতালে পাঠিয়েছি।’
এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুল হক বলেন, ‘পরিবারের অসচেতনতায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
৯৫ দিন আগে
বরগুনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
বরগুনা সদর উপজেলার ৯ নম্বর এম. বালিয়াতলী ইউনিয়নে একটি পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উপজেলার পাতাকাটা গ্রামে ঘটনাটি ঘটেছে।নিহত শিশু দুজন হলো, পাতাকাটা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে জুনায়েদ (১০) ও রাসেল হোসেনের ছেলে ইয়াসিন (৯)। তারা প্রতিবেশী এবং সমবয়সী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জুনায়েদ ও ইয়াসিন বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলছিল। খেলার সময় হঠাৎ জুনায়েদ পুকুরে পড়ে গেলে ইয়াসিন তাকে বাঁচাতে গিয়ে পানিতে পড়ে যায়। উভয়েই পানিতে তলিয়ে যায়।
দীর্ঘক্ষণ তাদের খোঁজ না পেয়ে পরিবার ও আত্মীয় স্বজনরা খুঁজতে শুরু করে। পরে পুকুর থেকে দুজনকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে। প্রাথমিক পরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করে লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
পড়ুন: মাগুরার পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
১৫৮ দিন আগে
মাগুরার পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় পুকুরে ডুবে কুলসুম (৪) ও তাসিম (৩) নামে দুইটি শিশু নিহত হয়েছে। শনিবার (৭ জুন) দুপুর দিকে মহম্মদপুর উপজেলায় নহাটা ইউনিয়নের রামদেবপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো— রামদেবপুর গ্রামের নুর আলীর মেয়ে কুলসুম (৪) ও কাদের মন্ডলের ছেলে তাসিম (৩)।
স্থানীয়রা জানান, খেলার ছলে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পানিতে পড়ে যায় শিশু দুটি। পানিতে পড়ে হাবুডুবু খেতে দেখে স্থানীয় লোকজন পানিতে নেমে প্রথমে তাসিমকে ও পরে ডুবন্ত অবস্থায় কুলসুমকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসক কুলসুমকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বেনাপোলে ঈদের নামাজ নিয়ে দ্বন্দ্বে বোমার আঘাতে নিহত ১
পরে তাসিমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাসিমকেও মৃত ঘোষণা করা হয়।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ‘এ ঘটনায় দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’
১৮১ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরে ডুবে জুনাইদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের মো. রনি মিয়ার ছেলে।
মঙ্গলবার (২৭ মে) সকালে খেলাধুলার সময় পাশের পুকুরে পড়ে যায় জুনাইদ। পরে সকাল ১০টার দিকে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, ‘এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
১৯৩ দিন আগে
চাঁদপুরে পুকুরে ডুবে ভাইবোন নিহত
চাঁদপুরের হাইমচরে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) উপজেলার ৬ নম্বর চরভৈরবী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর বগুলা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলেন— হারুনুর রশিদ হাওলাদারের ছেলে ইব্রাহিম (৪) ও মেয়ে ফয়জিয়া (২)।
পরিবারের স্বজনরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও ইব্রাহিম ও ফয়জিয়া বাড়ির উঠানে খেলা করছিল। খেলতে খেলতে তারা হঠাৎ বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
আরও পড়ুন: বগুড়ায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
একপর্যায়ে পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে দ্রুত হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হাইমচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ আলম ইউএনবিকে জানান, নিহত দুই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।
১৯৭ দিন আগে
সিলেটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
সিলেটের বিশ্বনাথ উপজেলায় নিজ বাড়ির পাশের পুকুরে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ মে) বিকাল ৪টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মাধবপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো— মাবধপুর গ্রামের মৃত রোশন আলীর ছেলে সামাদ (৮) ও হাবিবুর রহমানের ছেলে আল আমিন (৭)।
স্থানীয়রা জানান, শনিবার বিকালের দিকে সামাদ ও আল আমিন বিকালে নিজ বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে এক পর্যায় ডুবে যায়। পরিবারের সদস্যরা তাদের খুঁজে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে তাদের লাশ ভাসতে দেখা যায়।
আরও পড়ুন: ফেনীতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
পরে স্থানীয়রা ওই দুই শিশুকে উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী। তিনি বলেন, ‘এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
২০২ দিন আগে
ঝিকরগাছায় পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু
যশোরের ঝিকরগাছায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাচ্চুর ছেলে শাফিন হোসেন (৩) ও জহির হোসেনের মেয়ে মেহেরিন (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।
নিহতের চাচা নাহিদ হোসেন বলেন, দুই শিশু বাড়ির উঠানে সকালে খেলা করছিল। পরে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুপুর ১২টার দিকে প্রতিবেশী আকবর আলীর পুকুরপাড়ে খুঁজতে গেলে পুকুরের কিনারায় বাচ্চাদের ভেসে থাকতে দেখা যায়। পরে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, দুপুর সারে ১২টার দিকে বাচ্চা দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
আরও পড়ুন: খেলতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
২৩৩ দিন আগে
খেলতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
চাঁদপুরের কচুয়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো— উপজেলার কড়ইয়া গ্রামের অটোরিকশা চালক আলমের ছেলে মেহেদী হাছান (৫) ও মাসুদ বাবুর্চির ছেলে জাবেদ (৫)।
শিশু জাবেদের বাবা মাসুদ বলেন, ‘দুপুরে জাবেদ তার বন্ধুদের সঙ্গে খেলতে যায়। প্রায় দুই ঘণ্টা তাদের কোনো খোঁজ ছিল না। একপর্যায়ে পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে গিয়ে তাদের দুজনকে পানিতে ভেসে উঠতে দেখেন মেহেদী হাছানের ফুফু।’
‘এমন দৃশ্যে তিনি চিৎকার করতে থাকেন। তখন আশপাশের লোকজন আমাদের খবর দিলে দ্রুত উদ্ধার করা হয়। এর মধ্যে দেখি আমার ছেলে জাবেদ আর নাই।’
আরও পড়ুন: সিরাজগঞ্জে নদীতে ডুবে ৩ কলেজছাত্র নিখোঁজ, একজনের লাশ উদ্ধার
হাসানের বাবা আলম বলেন, ‘আমার ছেলে হাছান জাবেদের সঙ্গে খেলা করছিল। আমার বোন গোসল করতে গিয়ে তাদের পানিতে ভেসেতে দেখে। পরে হাছান ও জাবেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে আমাদের কোনো অভিযোগ নাই বলেও জানান উভয় শিশুর বাবা।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জাহিদ হোসাইন ইউএনবিকে বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।’
২৬৭ দিন আগে
কুমিল্লায় পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
কুমিল্লার চান্দিনায় পুকুরের পানিতে ডুবে একসঙ্গে আপন দুই বোনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপজেলার মাইজখার ইউনিয়নের মাইজখার পূর্বপাড়া সামছুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- মাইজখার গ্রামের সিএনজিচালিত অটোরিকশা চালক সুজন মিয়া ও শারমিন আক্তার দম্পত্তির বড় মেয়ে তিন বছর বয়সী সামিয়া আক্তার ও ছোট মেয়ে দেড় বছর বয়সী হামিদা আক্তার।
নিহত দুই শিশুর চাচা খোকন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, কোনো এক সময় সামিয়া ও হামিদা খেলার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাদেরকে বাড়ি দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করে পরিবারের সদস্যরা। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় দেখে তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, সংবাদকর্মীদের মাধ্যমে বিষয়টি জেনেছি। বিষয়টি দুঃখজনক।
৩৩৯ দিন আগে
কুমিল্লায় পুকুরে ডুবে নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার
কুমিল্লার দেবিদ্বারে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে যাওয়ার ২০ ঘণ্টা পর জাকির হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (৮ নভেম্বর) উপজেলার সুবিল গ্রামে এই ঘটনা ঘটে।
জাকির হোসেন (৩০) ওই গ্রামের মৃত শহিদ মিয়ার তৃতীয় ছেলে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
খোঁজাখুঁজি করে জাকির হোসেনের সন্ধান না পেয়ে শুক্রবার বিকেলে ফায়ার সার্ভিসকে খবর দেয় পরিবারের সদস্যরা। শনিবার সকালে দুটি পুকুরে তল্লাশি শেষে জাকির হোসেনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম। ঘটনায় শোকের মাতম বইছে নিহতের পরিবারের সদস্যদের মাঝে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ তুলে দেওয়া হবে বলে জানিয়েছে দেবিদ্বার থানা পুলিশ।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার জুমার নামাজের আগে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান জাকির। অনেক সময় পার হয়ে গেল ফিরে না আসায় খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। পরে সন্ধান না পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এরপর শুক্রবার বিকালে ফায়ার সার্ভিসের দুটি টিম পুকুরটিতে খোঁজ করে। শনিবার (৯ নভেম্বর) সকালে পাশের অন্য আরেকটি একটি পুকুরে সন্ধান চালিয়ে জাকিরের লাশ উদ্ধার করে ডুবুরিরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (চাঁদপুর নদী) স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, ‘পরিবারের সদস্যদের তথ্যের ভিত্তিতে আমরা দুটি পুকুরে চিরুনি অভিযান চালাই। শনিবার সকাল ১০টায় জাকির হোসেনের লাশ উদ্ধার করতে সক্ষম হই আমরা।’
আরও পড়ুন: রাজশাহীতে বিদ্যুতায়িত-পুকুরে ডুবে ২ জনের মৃত্যু
৩৯২ দিন আগে