পুকুরে ডুবে
কুমিল্লায় পুকুরে ডুবে নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার
কুমিল্লার দেবিদ্বারে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে যাওয়ার ২০ ঘণ্টা পর জাকির হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (৮ নভেম্বর) উপজেলার সুবিল গ্রামে এই ঘটনা ঘটে।
জাকির হোসেন (৩০) ওই গ্রামের মৃত শহিদ মিয়ার তৃতীয় ছেলে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
খোঁজাখুঁজি করে জাকির হোসেনের সন্ধান না পেয়ে শুক্রবার বিকেলে ফায়ার সার্ভিসকে খবর দেয় পরিবারের সদস্যরা। শনিবার সকালে দুটি পুকুরে তল্লাশি শেষে জাকির হোসেনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম। ঘটনায় শোকের মাতম বইছে নিহতের পরিবারের সদস্যদের মাঝে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ তুলে দেওয়া হবে বলে জানিয়েছে দেবিদ্বার থানা পুলিশ।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার জুমার নামাজের আগে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান জাকির। অনেক সময় পার হয়ে গেল ফিরে না আসায় খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। পরে সন্ধান না পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এরপর শুক্রবার বিকালে ফায়ার সার্ভিসের দুটি টিম পুকুরটিতে খোঁজ করে। শনিবার (৯ নভেম্বর) সকালে পাশের অন্য আরেকটি একটি পুকুরে সন্ধান চালিয়ে জাকিরের লাশ উদ্ধার করে ডুবুরিরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (চাঁদপুর নদী) স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, ‘পরিবারের সদস্যদের তথ্যের ভিত্তিতে আমরা দুটি পুকুরে চিরুনি অভিযান চালাই। শনিবার সকাল ১০টায় জাকির হোসেনের লাশ উদ্ধার করতে সক্ষম হই আমরা।’
আরও পড়ুন: রাজশাহীতে বিদ্যুতায়িত-পুকুরে ডুবে ২ জনের মৃত্যু
১ সপ্তাহ আগে
কুষ্টিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরের পানিতে ডুবে নুর আমিন ও ফাতেমা নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু দুটি সম্পর্কে চাচাতো ভাই-বোন।
শনিবার (২ নভেম্বর) বিকালে উপজেলার হরিণগাছি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নুর আমিন (৪) দৌলতপুর উপজেলার হরিণগাছি গ্রামের মালিথা পাড়া এলাকার খোদা বকস খুইদির ছেলে এবং ফাতেমা খাতুন (৩) মিজারুল ইসলামের মেয়ে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার বিকালে বাড়ির পাশে খেলা করছিল নুর আমিন ও ফাতেমা খাতুন। একসময় তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় শিশু দুটিকে দেখতে পায় এলাকাবাসী। মৃত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাদের লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: রাজশাহীতে বাসচাপায় শিশুর মৃত্যু
২ সপ্তাহ আগে
রাজশাহীতে বিদ্যুতায়িত-পুকুরে ডুবে ২ জনের মৃত্যু
রাজশাহীর তানোরে বিদ্যুতায়িত হয়ে আবুল বাসার ও পুকুরের পানিতে ডুবে বকুল হোসেনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টেবর) রাতে মুন্ডুমালা বাজার এলাকায় এবং শুক্রবার (১ নভেম্বর) সকালে সাদিপুর এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।
আরও পড়ুন: শেরপুরে বিদ্যুতের ফাঁদে বন্যহাতির মৃত্যু, আটক ১
আবুল বাসার (৫৫) মুন্ডুমালা গ্রামের মৃত ইউনুস আলী সরদারের ছেলে এবং বকুল হোসেন (১৬) ওই এলাকার মৃত মোস্তফা আলীর ছেলে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে মুন্ডুমালা বাজার এলাকায় আবুল বাসার নিজের মার্কেটে পানির পাম্প চালু করার সময় বিদ্যুতায়িত হয়ে মারা যান।
তিনি আরও বলেন, অপরদিকে শুক্রবার উপজেলার সাদিপুর এলাকায় বকুল হোসেন পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে।
দুইজনের প্রাণহানির ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে বলে জানান ওসি মিজানুর রহমান।
আরও পড়ুন: মতলবে পানিতে ডুবে যমজ ২ ভাইয়ের মৃত্যু
২ সপ্তাহ আগে
বিয়ানীবাজারে পুকুরে ডুবে যুবকের মৃত্যু
সিলেটের বিয়ানীবাজারে পুকুরে ডুবে মতিউর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) উপজেলার তিলপাড়া ইউনিয়নের বিবিরাই গ্রামে এক পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মতিউর দেবারাই মেইনবাড়ি গ্রামের মৃত মিছির আলীর ছেলে। তিনি স্থানীয় পোস্ট অফিসে কর্মরত ছিলেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আরও পড়ুন: নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
কুষ্টিয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
৩ সপ্তাহ আগে
নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে পানিতে ডুবে জুনায়েদ আহমেদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার ১০ মাইল আলিয়ারপুর বাজারপাড়ায় এ ঘটনা ঘটে।
জুনায়েদ আহমেদ যশোর নিউমার্কেট এলাকার জামিল আহমেদের ছেলে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
জুনায়েদের মামা আনিছুর রহমান জিকু বলেন, জুনায়েদ সকালে খেলতে খেলতে পুকুরে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পার হলে তাকে কোথাও না দেখে আমরা খুঁজতে শুরু করি। এক পর্যায়ে পুকুরের পানিতে তাকে ডুবে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নিয়ে আসি। সেখানে চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন তাকে মৃত ষোষণা করেন।
ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, সকাল ৯টা ৪৫ মিনিটে পরিবারের সদস্যরা শিশুটিকে জরুরি বিভাগে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাই। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।
আরও পড়ুন: পিরোজপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
২ মাস আগে
পিরোজপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
পিরোজপুর সদর উপজেলার কুমিরমাড়া আশ্রয়ণ প্রকল্পের পুকুরে ডুবে জান্নাতি আক্তার ও তাইফা আক্তার নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: শেরপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিহত জান্নাতি (৩) আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ইউসুফের মেয়ে এবং তাইফা (৩) একই এলাকার খালেক শেখের মেয়ে।
শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমির হোসেন মাঝি বলেন, ‘শুক্রবার ১১টার দিকে কুমিরমাড়া আশ্রয়ণ প্রকল্পের পুকুরে ডুবে জান্নাতি ও তাইফা নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।’
আরও পড়ুন: জামালপুরে বন্যার পানিতে ডুবে যুবকের মৃত্যু
স্থানীয় ইউপি সদস্য মো. ওমর ফারুক বলেন, ‘জান্নাতি ও তাইফা বাড়ির বাইরে খেলতে যায়। পরে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করলে তাদের আর খোঁজ পাওয়া যায়নি। বেলা ১১টার দিকে তাদের দুইজনকে পাশের পুকুর থেকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. রঞ্জন বলেন, ‘দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।’
আরও পড়ুন: শেরপুরে বন্যার পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
৩ মাস আগে
শেরপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
শেরপুর নকলায় পুকুরের পানিতে ডুবে তামান্না বেগম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বানেশ্বর্দী ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: শরীয়তপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নিহত তামান্না বেগম ওই এলাকার ভ্যানচালক লিচু মিয়ার মেয়ে।
বানেশ্বর্দী ইউনিয়নের চেয়ারম্যান মো. মাজহারুল আনোয়ার মহব্বত বলেন, বাড়ির উঠানে খেলতে খেলতে তামান্না সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা তাকে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তামান্নাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: দিনাজপুরে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
ভোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৪ মাস আগে
দিনাজপুরে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
দিনাজপুরের খানসামায় পুকুরের পানিতে ডুবে সুমাইয়া আক্তার মিম নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে আঙ্গারপাড়া ইউনিয়নের মৌলভীর মোড় এলাকায় ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ঝালকাঠিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সুমাইয়া আক্তার মিম সাবাদিপাড়া এলাকার আব্দুর রশিদের মেয়ে এবং পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জনায়, পুকুরে গোসল করার সময় তলিয়ে যায় মিম। অন্যরা উঠে চিৎকার করলে ছুটে আসে স্থানীয়রা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, অভিযোগ না থাকায় মযনাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: শরীয়তপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু
৪ মাস আগে
বীরগঞ্জে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
দিনাজপুরের বীরগঞ্জে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে লিমন (৩) এবং তাহেরুল ইসলাম (৩) দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার(২৭ মে) বিকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের মীরাটঙ্গী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশু লিমন ওই গ্রামের শাহিনুর ইসলামের ছেলে এবং এবং তাহিরুল ইসলামএকই গ্রামের দুলাল ইসলামের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।
জানা গেছে, সোমবার বিকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের মিরাটঙ্গী গ্রামে বাড়ির পাশে পুকুরে বসে খেলছিল তারা। খেলার একপর্যায়ে পুকুরে নামলে পুকুরের পানিতে ডুবে যায় দুজনে। পরে প্রতিবেশীরা পুকুরের পানিতে তাদেরকে ভাসতে দেখলে পরিবারের লোকজনকে খবর দেয়। পরিবারের লোকজন এসে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে।
মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, শিশু দুইটি অকাল মৃত্যুর শিকার হয়েছে।
৫ মাস আগে
বাঁশখালীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালীতে পৃথক দুটি পুকুরে ডুবে রোমাইসা জান্নাত ও আবির নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২২ মে) সকাল সাড়ে ৮টা ও দুপুর ১টার দিকে উপজেলার ছনুয়া ইউনিয়ন ও পৌরসভার উত্তর জলদী এলাকায় পৃথক ঘটনাগুলো ঘটে।
মারা যাওয়া রোমাইসা জান্নাত (দেড় বছর) ছনুয়া ইউনিয়নের মধুখালী ইসহাক মুন্সির বাড়ি এলাকার আব্দুল্লাহ্ আল মামুন ফয়সালের মেয়ে এবং আবির (২) উত্তর জলদী ৪ নম্বর ওয়ার্ডের নেয়াজর পাড়া এলাকার সিএনজি চালক আবু হামিদের ছেলে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু
স্থানীয়রা যায়, সকালে পরিবারের সদস্যদের অগোচরে কোনো এক সময়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় রোমাইসা। খোঁজাখুজি শুরু হলে তাকে পুকুরে ভাসতে দেখা যায়। উদ্ধার করে চাম্বল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মৃত শিশু আবিরের চাচা বলেন, আজ দুপুরে বাড়ির উঠানে খেলতে গিয়ে পরিবারের অজান্তে আবির পুকুর পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পানির মধ্যে শব্দ পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানের চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, সকাল থেকে পানি পড়ে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছে। তবে তার আগেই শিশু দুটির মৃত্যু হয়।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
৫ মাস আগে