দুই শিশুর মৃত্যু
বাগেরহাটে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
বাগেরহাটের শরণখোলায় পুকুর ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার বড় রাজাপুর সাভারের পাড় গ্রামের একটি পুকুর ডুবে দুই শিশুর মৃত্যু হয়।
নিহত দুই শিশু হলো পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আরজি গ্রামের এনামুল হাওলাদারের ছেলে মাহিম (৮) এবং একই জেলার ইন্দুরকানি উপজেলার পশ্চিম বালিয়াপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে সোহান (৮)। সম্পর্কে তারা দুজন মামতো-ফুফাতো ভাই।
নিহত দুই শিশুর পারিবারিক সূত্র জানায়, কয়েকদিন আগে সোহান তার মায়ের সাথে শরণখোলা উপজেলার বড় রাজাপুর সাভারের পাড় গ্রামে দাদা মিন্টু হাওলাদারের বাড়িতে বেড়াতে আসে। আর মাহিম তার মায়ের সাথে একই গ্রামে নানা সৈয়দ হাওলাদারের বাড়িতে বেড়াতে আসে। পাশাপাশি এবং দুজন আত্মীয় হওয়ায় ওই দুই শিশু মিন্টু হাওলাদারের পুকুর পাড়ে দুপুরে খেলা করছিল। হঠাৎ তারা দুজন নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখোঁজি করে ভাসমান অবস্থায় পুকুর থেকে ওই দুই শিশুকে উদ্ধার করা হয়।
পড়ুন: পানিতে ডুবে শিশুসহ ৫ মৃত্যু, নিখোঁজ ৭
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুমি আক্তার জানান, হাসপাতালে আসার আগেই দুই শিশু মারা গেছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশু দুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
পড়ুন: ভোলায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
৩ বছর আগে