কাস্টমস ও এজেন্ট
মোংলা বন্দরে পৌঁছেছে মেট্রোরেলের আরও ৪ ইঞ্জিন, ৮ কোচ
ঢাকা মেট্রোরেলের আরও চারটি ইঞ্জিন এবং আটটি কোচ মোংলা সমুদ্রবন্দরে পৌঁছেছে। মেট্রোরেলের ইঞ্জিন এবং কোচ নিয়ে থাইল্যান্ডের পতাকাবাহী এমভি এসপিএম ব্যাংকক নামের জাহাজটি শনিবার বেলা ১১টার দিকে মোংলা বন্দরের ৯নং জেটিতে নোঙ্গর করে।
জাহাজটি গত ১৪ সেপ্টেম্বর জাপানের কোবে বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে। জাহাজটিতে বন্দর কাস্টমস ও এজেন্টের প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন হওয়ার পর শুরু হবে খালাসের কাজ। এতে ইঞ্জিন ও কোচ ছাড়াও ৩২টি প্যাকেজের সরঞ্জাম এসেছে। জাহাজ থেকে ইঞ্জিন ও কোচ খালাস করে পরিবহন বার্জে (নৌযানে) রাখা হবে। ওই বার্জে করেই নদীপথে মেট্রোরেলের এই ইঞ্জিন ও কোচ ঢাকার উত্তরার দিয়াবাড়ি ডিপোতে নেয়া হবে। এনিয়ে পঞ্চম দফায় মেট্রোরেলের ইঞ্জিন, কোচ এবং বিভিন্ন সরঞ্জাম নিয়ে বিদেশি জাহাজ মোংলা বন্দরে ভিড়ে।
পড়ুন: মেট্রোরেলের পরীক্ষামূলক যাত্রা শুরু
৩ বছর আগে