রিং আইডি
রিং আইডির পরিচালক গ্রেপ্তার
পনজি স্কিমে জালিয়াতির অভিযোগে বেসরকারি ই-কমার্স প্রতিষ্ঠান রিং আইডির পরিচালক মো. সাইফুল ইসলামকে শনিবার রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এর আগে ৩০ সেপ্টেম্বর ভাটারা থানায় ১০ জনের নাম উল্লেখসহ মোট ২৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। সিআইডি মামলাটি তদন্ত করছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল তার সংগঠন রিং আইডি ব্যবহারকারীদের কাছ থেকে আমানত সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোন অনুমোদন পায়নি বলে স্বীকার করেছেন।
সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে মে মাসে ২৩ কোটি ৯৪ লাখ, জুন মাসে ১০৯ কোটি ১৩ লাখ এবং জুলাই মাসে ৭৯ কোটি ৩৮ লাখ টাকা অবৈধভাবে সংগ্রহ করেছে রিং আইডি।
গ্রাহকদের থেকে নেয়া অর্থ অবৈধভাবে যাতে দেশের বাইরে পাচার করতে না পারে সেজন্য রিং আইডির সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্যে ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছে সিআইডি।
আরও পড়ুন: ধামাকা শপিংয়ের কোন লাইসেন্স ও একাউন্ট ছিল না: র্যাব
ইভ্যালির সম্পত্তি বিক্রি ও হস্তান্তরে হাইকোর্টের নিষেধাজ্ঞা
ই-কমার্স নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ চেয়ে হাইকোর্টে রিট
৩ বছর আগে