শিক্ষক সম্মাননা
গ্রামীণফোন ও এটুআই’র উদ্যোগে শিক্ষকদের স্বীকৃতি প্রদান
এটুআই ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে সম্প্রতি রংপুর বিভাগের সক্রিয় জেলা আইসিটিফোরই অ্যাম্বাসেডর শিক্ষকদের নিয়ে আয়োজন করা হয়েছে ‘শিক্ষক সম্মাননা ২০২১: সঙ্কটে নেতৃত্ব’ সম্মাননা অনুষ্ঠান।
বাংলাদেশের একমাত্র শিক্ষকদের জন্য তৈরি অনলাইন প্ল্যাটফর্ম ‘শিক্ষক বাতায়ন’। শিক্ষকদের অনলাইন শিক্ষা কার্যক্রমসহ শিক্ষকদের প্রযুক্তির ব্যবহার ও ইন্টারনেট সেবা নিশ্চিত করতে নানাবিধ উদ্যোগ নিয়ে কাজ করছে একসেস টু ইনফরমেশন (এটুআই) ও গ্রামীণফোন। এরই মধ্যে শহর ও গ্রামের শিক্ষকদের পাঠদান পদ্ধতিতে প্রযুক্তির ব্যবহারের ব্যবধান কমে এসেছে।
সোমবার গ্রামীণফোনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাকালে শিক্ষকরা বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে এমনকি প্রাতিষ্ঠানিক পর্যায়ে অনলাইন স্কুল চালু করে শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছেন। শিক্ষকদের এই নেতৃত্বের জন্য দেশব্যাপী সক্রিয় জেলা আইসিটিফোরই অ্যাম্বাসেডর শিক্ষকদের সম্মাননা জানানোর উদ্যোগ নেয়া হয়েছে।
আরও পড়ুন: নেক্সট বিজনেস লিডার খুঁজছে গ্রামীণফোন
এরই ধারাবাহিকতায় শুক্রবার (১ অক্টোবর) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে রংপুরে বিভাগীয় সক্রিয় প্রায় ২০০ জন জেলা আইসিটিফোরই অ্যাম্বাসেডর শিক্ষকদের নিয়ে ‘শিক্ষক সম্মাননা ২০২১: সঙ্কটে নেতৃত্ব’- সেমিনারের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার কাজী মাহবুব হাসান জানান, করোনাকালে স্কুল-কলেজগুলো দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের মাঝে যে শঙ্কা ও মানসিক চাপ তৈরি হয়েছে, তা কমাতে এবং তাদের ঘরবন্দি সময়টাকে কাজে লাগাতে আমাদের শিক্ষকরা অনলাইন ও অফলাইনে গত প্রায় দুই বছর ধরে যে ভূমিকা পালন করে চলেছেন- তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এটুআই শিক্ষক বাতায়ন এই কঠিন সময়ে খুবই গুরুত্বর্পূণ ভূমিকা পালন করছে এবং এই উদ্যোগে গ্রামীণফোন পার্টনার হতে পেরে খুবই সম্মানিত বোধ করছে। সম্মানিত শিক্ষকদের এই অক্লান্ত প্রচেষ্টাকে সম্মাননা জানানোর লক্ষ্যে ‘শিক্ষক সম্মাননা ২০২১: সঙ্কটে নেতৃত্ব’ প্রোগ্রামটির আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: খাঁচায় বন্দী পাখি: গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা
এখন পর্যন্ত এটুআই এর শিক্ষক বাতায়নে প্রায় ৬ লাখ শিক্ষক নিবন্ধন করেছেন, যাদের মধ্যে প্রায় ২৫০০ জন শিক্ষককে তাদের অসাধারণ উপস্থাপনা, উদ্ভাবনী কার্যক্রম ও শিক্ষা বিষয়ক ডিজিটাল কনটেন্ট ডেভেলপমেন্ট এর জন্য ‘আইসিটিফোরই অ্যাম্বাসেডর’-এর মর্যাদা প্রদান করা হয়েছে। করোনা মহামারির কারণে যে দেড় বছরেরও বেশি সময় ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল, সে সময়ে এই শিক্ষকগণ অনলাইনে শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত থাকার সুযোগ করে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ হাসিবুর রশিদসহ বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা, জেলা প্রশাসনের কর্মকর্তারা, রংপুর বিভাগের মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষার উপপরিচালক মহোদয়রা, গ্রামীণফোন ও এটুআই’র উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৩ বছর আগে