হত্যা মামলার আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জে হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
তারা হলেন- সলঙ্গা থানার চরফরিদপুর গ্রামের মৃত হাবিবুর রহমান আকন্দের ছেলে মো. আল মাহমুদ আকন্দ (৪৫), তার স্ত্রী মোছা. রোকেয়া খাতুন (৪০) ও ছেলে মো. আব্দুল বারী আকন্দ (২২)।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে হকার হত্যা মামলার আসামি বরিশাল থেকে গ্রেপ্তার
র্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার জন রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সলঙ্গা থানায় দায়ের করা হয়েছে। মামলা নং-২৬। গ্রেপ্তার আসামিদেরকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: স্ত্রী নির্যাতন মামলা: চট্টগ্রামে সার্জেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
৩ বছর আগে
বগুড়ায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার
বগুড়ায় জনসম্মুখে পুলিশের ছেলে খায়রুল ইসলাম সুমন হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার কাহালু উপজেলার মুরইল এলাকা থেকে রবিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাবু (২৭) জেলার গাবতলী উপজেলার সোনারায় গ্রামের আব্দুস সামাদের ছেলে ও শহরের কানছগাড়ী এলাকার বাসিন্দা।
সোমবার বগুড়া জেলা পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্তী তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এ তথ্য জানান। তবে হত্যার রহস্য উদঘাটনের দাবি করলেও তা প্রকাশ করেননি এসপি।
আরও পড়ুন: গাইবান্ধায় ছাত্রলীগ নেতা হত্যা: ঢাকায় গ্রেপ্তার ২
তিনি জানান, নিহত খায়রুল ইসলাম সুমন রংপুর জেলা পুলিশ অফিসের প্রধান সহকারী আব্দুল খালেকের ছেলে। তিনি বগুড়া সদরের সাবগ্রাম এলাকায় বাসা ভাড়া নিয়ে বাস করে এবং প্রাইভেট কার ভাড়া ব্যবসা চালাতো। গত ২৯ সেপ্টেম্বর রাত ১০টার দিকে কানছগাড়ীর ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের পূর্ব পাশ্বে পাকা রাস্তার উপর প্রাইভেট কার থামিয়ে আড্ডা দিচ্ছিল। এ সময় তুচ্ছ ঘটনা নিয়ে আসামি বাবুর সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবু ও তার সহযোগীরা সুমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত সুমনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ সদস্য খালেক বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে র্যাবের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রবিবার রাতে প্রধান আসামি বাবুকে জেলার কাহালু উপজেলার মুরইল এলাকা থেকে বগুড়া ডিবি ও বনানী ফাঁড়ি পুলিশ গ্রেপ্তার করে। বাবুকে আদালতে হাজির করা হলে ঘটনার বর্ননা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে পুলিশ সুপার জানিয়েছেন।
৩ বছর আগে