হোম লোন
হোম লোন সুবিধা দিতে লংকাবাংলা-বিপ্রপার্টির চুক্তি
গ্রাহকদের দ্রুত সময়ে ও সহজ শর্তে হোম লোন সুবিধা দিতে লংকাবাংলার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বিপ্রপার্টি। সম্প্রতি রাজধানীর গুলশান-১ এ বিপ্রপার্টির সদর দপ্তরে চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এ সময় বিপ্রপার্টির পক্ষে প্রতিষ্ঠানের কাস্টমার গ্রোথের জেনারেল ম্যানেজার সৈয়দ আশিকুর রহমান এবং লংকাবাংলার পক্ষে লংকাবাংলা ফাইন্যান্স এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং রিটেইল বিজনেস এর প্রধান খোরশেদ আলম চুক্তিটি স্বাক্ষর করেন।
লংকাবাংলা ফাইন্যান্স এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং রিটেইল বিজনেস এর প্রধান খোরশেদ আলম বলেন, ‘সর্বোত্তম সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের প্রতি সচেষ্ট থাকাই আমাদের প্রধান লক্ষ্য। আর এর মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে আমরা আরও এক ধাপ এগিয়ে যেতে পারবো।’
চুক্তি স্বাক্ষরের সময় বিপ্রপার্টির কাস্টমার গ্রোথ এর জেনারেল ম্যানেজার সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘দেশের একমাত্র রিয়েল এস্টেট সলিউশন প্রোভাইডার হিসেবে গ্রাহকরাই আমাদের প্রধান অগ্রাধিকার। তাই লংকাবাংলা ফাইন্যান্স এর সাথে এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে গ্রাহকরা যেন দ্রুত সময়ে এবং সহজ শর্তে হোম লোন পেতে পারেন সেটি নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।’
এ সময় বিপ্রপার্টির প্রাইমারি ডেভেলপমেন্ট এর জেনারেল ম্যানেজার নেহাল আহমেদ এবং বিপ্রপার্টির মার্কেটিং ও পিআর বিভাগের প্রধান মাহজাবীন চৌধুরী উপস্থিত ছিলেন । এছাড়া লংকাবাংলার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো. শাহরিয়ার পারভেজ,সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হোম লোন বিভাগের প্রধান সিনিয়র ম্যানেজার মো. মোখলেসুর রহমান এবং লংকাবাংলা ফাইন্যান্স এর রিলেশনশিপ ম্যানেজার মো. রিয়াদ হোসেন।
আরও পড়ুন: শেখ হাসিনা সফটওয়্যার পার্কে লংকাবাংলার বৃক্ষরোপণ কর্মসূচি
বিকাশ অ্যাড মানিতে মাসজুড়ে ৫০০ টাকা ক্যাশব্যাক
৩ বছর আগে