জনগণের সেবা
বিলাসিতা পরিহার করে জনগণের সেবা করুন: নির্বাচিত জেলা পরিষদকে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের উন্নতির জন্য একটি কল্যাণমুখী স্থানীয় সরকার প্রতিষ্ঠাই তার সরকারের একমাত্র লক্ষ্য।
সোমবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি)দেশের ৫৯টি জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা একটি জনকল্যাণমুখী স্থানীয় সরকার প্রতিষ্ঠা করতে চাই। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য।’
এসময় নবনির্বাচিত ৫৯ জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান শেখ হাসিনা।অপরদিকে এলজিআরডি মন্ত্রী মো, তাজুল ইসলাম জেলা পরিষদের নবনির্বাচিত ৬২৩ সদস্যকে শপথবাক্য পাঠ করান।
প্রধানমন্ত্রী জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নিজ নিজ এলাকার সমস্যা চিহ্নিত করে সমাধানের নির্দেশ দেন।
তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নের উপায় ও প্রক্রিয়া নিয়ে আপনাকে ভাবতে হবে।
আরও পড়ুন: বৈদেশিক মুদ্রার রিজার্ভ অলস না রেখে জনকল্যাণে ব্যয় করা ভালো: প্রধানমন্ত্রী
তিনি বলেন, নির্বাচিত প্রতিনিধিরা বিভিন্ন রাজনৈতিক দলের হলেও তাদের সবাইকে তাদের নির্বাচনী এলাকার জনগণের জন্য কাজ করতে হবে। নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি নির্বাচিত প্রতিনিধি এবং আপনি ভোগবিলাসের জন্য নন। আপনি এখানে মানুষের সেবা করতে এসেছেন।’
তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা নিবেদিতপ্রাণ সেবা দিয়েই জনগণের মন জয় করতে পারে।
আরও পড়ুন: বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আশা করি: রাষ্ট্রদূত নাওকি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সতর্ক করে বলেন, জনপ্রতিনিধিরা যদি জনগণের সেবা করার নামে তাদের সম্পদ লুণ্ঠন করে, ‘এতেই তাদের রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তি হবে।’
প্রধানমন্ত্রী বলেন, তিনি দেখতে চান যে ভোটাররা তাদের প্রতি যে আস্থা রেখেছেন, নির্বাচিত প্রতিনিধিরা নিঃস্বার্থ সেবার মাধ্যমে তা তাদের ফিরিয়ে দিচ্ছেন।
মশাবাহিত রোগ এখন দেশে বাড়ছে। ডেঙ্গুর বিস্তার রোধে তাদের এলাকা পরিষ্কার রাখতে বিশেষ যত্ন নিতেও বলেন তিনি।
আরও পড়ুন: বিশ্বব্যাংকের সঙ্গে উদার ও স্বচ্ছ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
২ বছর আগে
সুশাসন প্রতিষ্ঠায় কাজ করুন: নবীন সরকারি কর্মকর্তাদের প্রধানমন্ত্রী
সুশাসন প্রতিষ্ঠায় জনগণের সেবায় কাজ করতে নবীন সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি আশা করি আপনারা সাংবিধানিক দায়িত্বের প্রতি বিশ্বস্ত থেকে জনগণের সেবায় আত্মনিয়োগ করবেন।’
রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমির ১১৯ ও ১২০তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
সংবিধানের ৭ম অনুচ্ছেদের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণই দেশের মালিক এবং বাংলাদেশের সংবিধানের ২১ (২) অনুচ্ছেদে অনুযায়ী সরকারি কর্মচারীরা ২৪ ঘণ্টা জনগণের সেবা প্রদানে বাধ্য।’
শেখ হাসিনা বলেন, ‘আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করবেন। জনগণের পাশে থাকুন এবং জনগণ যাতে ন্যায়বিচার পায়, একজন মানুষও যেন অনাহারে না ভোগে, গৃহহীন না থাকে, চিকিৎসা ও শিক্ষা থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করুন।’
শেখ হাসিনা বলেন, বিশ্বায়নের যুগে সবার সাথে তাল মিলিয়ে চলতে সরকার দেশের কর্মকর্তাদের উন্নত করতে চায়।
পড়ুন: কুষ্টিয়া মেডিকেল কলেজ প্রকল্পে ধীরগতি: ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
তিনি প্রশিক্ষিত কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সে অর্জিত জ্ঞানকে দেশের উন্নয়নে কাজে লাগানোর পরামর্শ দেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম এবং বিসিএস প্রশাসনের রেক্টর মোমিনুর রশিদ আমিন বক্তব্য দেন।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফরহাদ হোসেন যথাক্রমে ১১৯তম এবং ১২০তম প্রশিক্ষণ কোর্সের শীর্ষ স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিসিএস প্রশিক্ষণ একাডেমির কর্মকাণ্ডের ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শিত হয়।
পড়ুন: বিএনপি আগামী নির্বাচন বিতর্কিত করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু হত্যা মামলায় জিয়াকে আসামি করতে চেয়েছিলাম: শেখ হাসিনা
৩ বছর আগে