গৌরনদী
বরিশালে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু
বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট ৭১ জনের মৃত্যু হলো। এই সময়ের মধ্যে আরও ২৫৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
মৃতরা হলেন- বরিশালের গৌরনদী উপজেলার বাহাদুরপুর এলাকার হাফিজুল (২০) ও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার পবন মল্লিক (৫৫)।
আরও পড়ুন: খুলনায় আইভি স্যালাইন স্বল্পতায় ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যাহত
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, মৃত দুইজনই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ২৫৪ জন ডেঙ্গুরোগীর মধ্যে ৬৩ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া ৪৩ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ দুই হাসপাতালে বর্তমানে ৩৬৩ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।
এ ছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৪ জন, পটুয়াখালীতে ২০ জন, ভোলায় ৩৬ জন, পিরোজপুরে ৭৬ জন, বরগুনায় ৬ জন ও ঝালকাঠিতে ৬ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।
তিনি আরও বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গু রোগীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু, আক্রান্ত ২১২৯
ফরিদপুরে ডেঙ্গুতে একদিনে ৩ নারীর মৃত্যু
১ বছর আগে
বরিশালে গ্রিন লাইন পরিবহনের বাসে আগুন
ঢাকা থেকে বরিশালে যাওয়ার সময় গ্রিন লাইন পরিবহনের একটি এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহষ্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকা অতিক্রমের সময় এই দুর্ঘটনা ঘটে।
বাসটিতে থাকা ১৫ থেকে ১৬ জন যাত্রীসহ স্টাফদের কেউ হতাহতের শিকার হননি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের গৌরনদী স্টেশনের স্টেশন অফিসার বিপুল হোসেন।
তিনি বলেন, রাত সোয়া ১২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায় এবং উদ্ধার কাজ পরিচালনার পাশাপাশি আগুন নেভাতে শুরু করে। চলন্ত অবস্থায় গ্রীন লাইন পরিবহনের ওই বাসটির পেছনের অংশে আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই তা পুরো বাসে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জের বিসিক শিল্প এলাকায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
তিনি আরও বলেন, ১৫ থেকে ১৬ জন যাত্রীসহ চালক, হেলপার ও সুপারভাইজার অক্ষত অবস্থায় আগুন ছড়িয়ে পড়ার আগেই বাস থেকে নেমে যান। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
গৌরনদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা বলেন, বাসটি যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল। পথে বাসটির পেছনে থাকা ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়। যা কিছু সময়ের মধ্যে গোটা বাসে ছড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে।
রাত ১টা ২০ মিনিটে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনার কারণ খতিয়ে দেখা হবে।
এ বিষয়ে গ্রীন লাইন পরিবহনের বরিশালে দায়িত্বে থাকা কারো বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন
কিশোরগঞ্জে এলজিইডি ভবনে আগুন
১ বছর আগে
বরিশালে ট্রাকে গাছ ওঠানোর সময় দুর্ঘটনায় নিহত ২
বরিশালে ট্রাকে গাছ কাটার পর ওঠানোর সময় রশি ছিঁড়ে গুঁড়ির আঘাতে দুইজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় জেলার গৌরনদী-গোপালগঞ্জ সড়কের গৌরনদীর শাওড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে চাঁদশী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য এসএম রাসেল মাহমুদ বলেন, গাছ কাটার ৮/৯ জন শ্রমিক সড়কের শাওড়া এলাকায় বসে কাটা গাছ ট্রাকে ওঠাচ্ছিলেন। এ সময় রশি ছিড়ে গাছের গুড়ির লাটের আঘাতে ঘটনাস্থলেই হারুন খান (৫০) নিহত হন। তিনি পৌরসভার দক্ষিণ বিজয়পুর মহল্লার মৃত মোসলেম উদ্দিন খানের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৮
অপরদিকে গুরুতর আহত অবস্থায় তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে রাত আটটার দিকে গুরুত্বর আহত শহিদ হাওলাদার (৩৫) মৃত্যুবরণ করেন। নিহত শহিদ হাওলাদার নরসিংহলপট্টি গ্রামের মফসের আলী হাওলাদারের ছেলে।
এছাড়া গুরুতর আহত আরও দুইজন একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুই জন নিহতের বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২
১ বছর আগে
গৌরনদীতে বিএনপি নেতাদের গাড়িবহরে ফের হামলার অভিযোগ
বরিশালের গৌরনদীতে বিএনপি নেতা ইশরাকের গাড়িবহরে হামলার পরে একই স্থানে দলটির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের গাড়িবহরে হামলা ও বাধার ঘটনা ঘটেছে। পাশাপাশি ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেত্রী সেলিনা সুলতানা নিশিতাকে বহনকারী গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এতে গাড়িবহরে থাকা বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তারা সবাই বরিশালে বিএনপির গণসমাবেশে যাচ্ছিলেন। শনিবার সকাল ৮টার দিকে গৌরনদীর মাহিলাড়া বাজারের কাছে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।
জানা গেছে, ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু ও ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের গাড়িতে ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য জাহিদুল ইসলাম রনি। এ হামলা ও বাধার সময় ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজুসহ নেতারা তাদের পেশাগত পরিচয়পত্র দেখানোর পরও দুর্বৃত্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদের মারতে উদ্ধত হন। এক পর্যায়ে তারা গাড়িবহর ঘুরিয়ে দেন।
এছাড়া ইঞ্জিনিয়ার্স পেন-এর সম্পাদক ইঞ্জিনিয়ার শামীম রাব্বি সঞ্চয়কে বহনকারী গাড়িতেও হামলা করে দুর্বৃত্তরা।
এদিকে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেত্রী সেলিনা সুলতানা নিশিতা, রওনক জাহান শাহীন, কোহিনূর ফারজানা আরজুর বহনকারী গাড়িতে দেশীয় ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে ব্যাপক ভাঙচুর করে স্থানীয় দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে থাকা তিনজনই আহত হন। পাশাপাশি অকথ্য ভাষায় তাদের গালিগালাজ করেন হামলাকারীরা। এক পর্যায়ে কোনো রকমে গাড়ি ঢাকা অভিমুখে ঘুরিয়ে প্রাণে বেঁচে যান ছাত্রদলের কেন্দ্রীয় এ তিন নেত্রী।
১ বছর আগে
ডাক্তার দেখানোর কথা বলে রাস্তায় ফেলে গেলেন মাকে
বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ থেকে মাজেদা বেগম মর্জিনা (৭০) নামে এক বৃদ্ধাকে উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার বাটাজোর এলাকায় ওই বৃদ্ধাকে ফেলে রাখা হয়। পরে অচেতন অবস্থায় উদ্ধারের পর ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
বাটাজোর বাংলালিংক টাওয়ারের পাহারাদার আ. করিম জানান, ওই বৃদ্ধাকে অচেতন অবস্থায় সোমবার সন্ধ্যায় টাওয়ারের কাছে মহাসড়কের পাশে পেয়ে স্থানীয়রা প্রথমে তাদের কাছে রেখে যান। তাদের সেবাযত্নে বৃদ্ধা কিছুটা সুস্থ হন। পরবর্তীতে সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতালে জ্ঞান ফেরার পর ওই বৃদ্ধা নিজেকে মাজেদা বেগম বলে পরিচয় দেন।
আরও পড়ুন: ওয়াজে নেয়ার কথা বলে ভাড়াটে খুনি দিয়ে মাকে হত্যা, মেয়েসহ আটক ২
মাজেদা বেগম জানান, তার স্বামীর নাম চাঁন মিয়া মৃধা ও ছেলের নাম শাহে আলম মৃধা। তার বাড়ি পটুয়াখালীর দশমিনার নলখোলা গ্রামে। ছেলে ও পুত্রবধূ তাকে ডাক্তার দেখানোর নাম করে ওই স্থানে তাকে রেখে চলে গেছে।
এব্যাপারে আগৈলঝাড়া উপজেলা পরিষদ কার্যালয়ের কর্মচারী শিপন হাওলাদার বলেন , সোমবার সন্ধ্যার কোনো এক সময় ওই বৃদ্ধাকে রাস্তার পাশে বসিয়ে রেখে কৌশলে তার ছেলের বউ পালিয়ে যান। পরে বৃষ্টিতে ভিজে মাজেদা বেগম অসুস্থ হয়ে পড়েন।
তিনি বলেন, সোমবার রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃদ্ধার খবরটি দেখতে পাই। এরপর উপজেলা তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা সরোয়ার হোসেনসহ কয়েকজন যুবককে নিয়ে অসুস্থ অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন তারা।
আরও পড়ুন: কুষ্টিয়ায় গলায় গামছা পেঁচিয়ে মাকে হত্যাচেষ্টা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. তৌকির আহম্মেদ জানান, বৃদ্ধার শরীর খুবই দুর্বল। গায়ে সামান্য জ্বরও রয়েছে। তাকে সাধ্যমতো চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, বিষয়টি খুবই অমানবিক ও হৃদয়বিদারক। আমরা প্রথমে বৃদ্ধা মায়ের চিকিৎসার ব্যবস্থা করেছি। একইসঙ্গে তার সঙ্গে যারা অমানবিক আচরণ করেছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
২ বছর আগে
বরিশালে সড়ক দুর্ঘটনায় আহত ৩৩
বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৩ যাত্রী আহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের খাঞ্জাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১৮ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, বুধবার দুপুর ১২টার দিকে মহাসড়কের খাঞ্জাপুর এলাকায় আল মোবারাকা ও বরিশাল এক্সপ্রেস নামের দুই যাত্রীবাহী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩৩ জনকে আহতবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুবুর রহমান বলেন, যাত্রীবাহী সিলেট থেকে বরিশালগামী আল মোবারাকা পরিবহন ও বরিশাল থেকে ঢাকাগামী বরিশাল এক্সপ্রেসওয়ে পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে যান চলাচল বিঘ্নিত হলেও সাড়ে তিন ঘন্টা পর পুরোপুরি স্বাভাবিক হয়। বাস দুটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক বা হেলপার কাউকে আটক করা যায়নি।
তিনি বলেন, দুই বাসের দুর্ঘটনার পর ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাস সড়কের পাশ দিয়ে শক্ত মাটি ভেবে তার ওপর দিয়ে গন্তব্যে যেতে চাইলে কাঁদায় আটকে পরে। পরিবহন কর্তৃপক্ষ বাসটিকে উদ্ধারের চেষ্টা করছে।
অপরদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরীর কাশিপুর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের খবর পাওয়া গেছে। তবে এতে কেউ আহত হয়নি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
২ বছর আগে
বরিশালে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, কলেজছাত্র নিহত
বরিশালের গৌরনদী উপজেলায় ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত এবং আরেকজন আহত হয়েছেন। শনিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বাটাজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস (১৮) বাবুগঞ্জের রাকুদিয়া এলাকার বাসিন্দা ও আবুল কালাম ডিগ্রি কলেজের ছাত্র।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেল্লাল হোসেন বলেন, ট্রাক্টরটি বরিশাল থেকে ভূরঘাটার দিকে এবং মোটরসাইকেলটি গৌরনদী থেকে বরিশালের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বাটাজোড় এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত দুজনকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মোটরসাইকেল চালক ফেরদৌসের মৃত্যু হয়।
ওসি জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক্টর ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
আরও পড়ুন: বরিশালে শিশুর গলাকাটা লাশ উদ্ধার
রাবিতে ট্রাকচাপায় শিক্ষার্থীর মৃত্যু: বরিশালে বিক্ষোভ সমাবেশ
২ বছর আগে
গৌরনদীতে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
বরিশালের গৌরনদী উপজেলায় এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে পৌরসভার দক্ষিণ বিজয়পুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত গোলাম ফজলে রাব্বি (১৯) উক্ত এলাকার মোস্তাফিজুর রহমান মোসলেম ব্যাপারীর ছেলে। সে সরকারি গৌরনদী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে গৌরনদী পৌরসভার দক্ষিণ বিজয়পুর এলাকার বিপুল নাগের বাগানের জাম গাছে রাব্বির লাশ ঝুলতে দেখেন স্থানীয়রা। পরে থানা পুলিশকে খবর দিলে উপপরিদর্শক (এসআই) আব্দুল হক লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।
এ ঘটনায় নিহত রাব্বির বড় ভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন। এছাড়া মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: রৌমারীতে এইচএসসি পরীক্ষার্থীর ‘আত্মহত্যা’
শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা, আটক মা
চিকিৎসার খরচ জোগাতে না পেরে ‘আত্মহত্যা’!
৩ বছর আগে