ট্রেইলার
‘মুজিব’-এর ট্রেইলার নিয়ে প্রথম কান যাত্রায় আরিফিন শুভ
কান চলচ্চিত্র উৎসবের দিকে চোখ থাকে বিশ্বের সব সিনেমাপ্রেমীদের। প্রিয় তারকা কোন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন সেটিই যেন সকল আলোচনার কেন্দ্র। প্রথমবার এমনই এক খবরের শিরোনামে এলেন চিত্রনায়ক আরিফিন শুভ।
ফ্রান্সে মঙ্গলবার (১৭ মে) পর্দা উঠবে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের। এবারের আয়োজনে ‘মুজিব’ সিনেমার ট্রেইলার নিয়ে হাজির হবেন আরিফিন শুভ। আর এ উদ্দেশ্যে আগামীকাল ঢাকা ছাড়বেন এই তারকা।
উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে ১৯ মে কান সৈকতে ভারতীয় প্যাভিলিয়নে ‘মুজিব’ সিনেমার ট্রেইলার প্রদর্শন করা হবে।
আরও পড়ুন: কান চলচ্চিত্র উৎসবে অনন্ত-বর্ষা
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই উৎসবে প্রথম অংশ নেয়া প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘অবশ্যই আনন্দের একটি খবর আমার জন্য। স্বপ্নের মতো মনে হচ্ছে। এমন একটি সিনেমার কারণে যাওয়ার সুযোগ পাচ্ছি সেটি অনেক সম্মানের। আমার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাদের জন্য আজকের সবকিছু। সবাইকে ভালোবাসা।’
জানা গেছে, কান যাত্রায় আরিফিন শুভর সঙ্গে আরও যেতে পারেন নুসরাত ইমরোজ তিশা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এছাড়া ভারতের তথ্যমন্ত্রীসহ দেশটি থেকে সিনেমাটির টিমের কয়েক জন উপস্থিত থাকবেন।
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব’। এটি পরিচালনা করেছেন ভারতের নির্মাতা শ্যাম বেনেগাল। আর প্রধান ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ।
আরও পড়ুন: ‘শান’ দেখতে তারার মেলা
২ বছর আগে
মুন্সিগিরি: চঞ্চল চৌধুরীকে নিয়ে অমিতাভ রেজা’র আরেকটি অসামান্য চলচ্চিত্র
২০১৬ এর আয়নাবাজি’র পর আবারও একসাথে কাজ করলেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। এবার তাঁরা একদম ওয়েব সিনেমা নিয়ে হাজির। গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ নতুন ওটিটি প্ল্যাটফর্ম চরকি’তে শুভ মুক্তি পেলো ওয়েব সিনেমা মুন্সিগিরি। তার দুইদিন আগে প্রকাশিত মুভিটির ট্রেইলার সামাজিক মাধ্যমগুলোতে বেশ সাড়া ফেলে দেয়। অবশ্য অমিতাভ রেজা’র এই প্রথম ওয়েব চলচ্চিত্রটির জন্য আরও আগে থেকেই দর্শকদের পাশাপাশি গোটা সিনেমা পাড়াও অপেক্ষায় ছিলো। চলুন, এই চরকি অরিজিনাল ফিল্মটির ব্যাপারে কিছু তথ্য জেনে নেয়া যাক।
আরও পড়ুন: ‘পরাণ’: সত্য কাহিনীর ওপর নির্মিত ত্রিভুজ প্রেমের গল্প
মুন্সিগিরি’র মুল চরিত্রে যারা আছেন
আয়নাবাজি’তে আয়না খ্যাত চৌঞ্চল চৌধুরীকে এবার দেখা যাবে একজন গোয়েন্দা পুলিশ অফিসার হিসেবে মাসুদ মুন্সি নামে। বর্তমানে নতুন ধারার বিনোদন ওয়েব কন্টেন্টগুলোতে ব্যস্ত এই তারকার অভিনয় শুরু হয়েছিলো ১৯৯৬ সালে মঞ্চাভিনয়ের মাধ্যমে। টিভি নাটক ও চলচ্চিত্র উভয় ক্ষেত্রে সফল এই অভিনেতা ভক্তদের কাছে মনপুরা’র সোনাই ও আয়নাবাজি’র আয়না নামেই অধিক পরিচিত। দেবী’র পর থেকে হুমায়ুন আহমেদের কালজয়ী চরিত্র মিসির আলী’র জন্য চঞ্চল চৌধুরী ছাড়া আর কারও কথা ভাবাই যায় না।
মুন্সিগিরি’তে চঞ্চলের সহশিল্পী হিসেবে থাকছেন চিত্রনায়িকা পূর্ণিমা এবং ‘দেবী’ সিনেমার নিলু খ্যাত শবনম ফারিয়া। এছাড়াও আছেন গাজী রাকায়েত ও শহীদুজ্জামান সেলিম-এর মত বর্ষিয়ান অভিনেতা।
আরও পড়ুন: সমালোচনার মুখে ইউটিউব থেকে ‘ঘটনা সত্য’ সরিয়ে নিলো সিএমভি
মুন্সিগিরি নিয়ে পরিচালক অমিতাভ-এর ভাবনা
২০২১ এর ১৪ জানুয়ারি চঞ্চল চৌধুরী ও পূর্নিমার সাথে মুন্সিগিরি ওয়েব সিনেমার পরিচালক অমিতাভ রেজা চৌধুরীর চুক্তি সাক্ষরিত হয়। মুলত একটি বিশাল প্রজেক্টের সূচনা হিসেবে নির্মিত হতে যাচ্ছে মুন্সিগিরি।
এই সিনেমাটিকে ওয়েব সিনেমা সিরিজে রূপ দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছেন নির্দেশক অমিতাভ। এরই ধারাবাহিকতায় সিরিজের দ্বিতীয় সিনেমা বানানোর কথা ভাবছেন তিনি। বিশ্বমানের চলচ্চিত্রগুলোর মত মুন্সিগিরির ফ্র্যাঞ্চাইজি তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে অমিতাভের টীম।
নতুন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি’র কর্ণধার বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনিও মুন্সিগিরি প্রজেক্ট নিয়ে বেশ আশাবাদী। এই চরকি ও দারাজ-এর ব্যানারে মুক্তিপ্রাপ্ত ‘মুন্সিগিরি’র প্রযোজনায় ছিলেন অমিতাভ রেজা’র বোন মাহজাবিন রেজা চৌধুরী।
আরও পড়ুন: ওয়েব সিরিজ ‘বলি’: অভিনব চরিত্রে চঞ্চল চৌধুরী
মুন্সিগিরি চলচ্চিত্রের চিত্রনাট্য
ঔপন্যাসিক শিবব্রত বর্মানের ‘মৃতেরাও কথা বলে’ উপন্যাসের আলোকে মুন্সিগিরি’র গল্প লিখেছেন নাসিফ আমিন।
একজন সরকারি কর্মকর্তার মৃত্যুর রহস্য উদঘাটনকে কেন্দ্র করে এগিয়ে গেছে এর কাহিনী। কেসটি সমাধান করার জন্য মৃত কর্মকর্তার স্ত্রী সুরাইয়ার কাছ থেকে যথাসম্ভব প্রয়োজনীয় তথ্য বের করার চেষ্টা করতে থাকেন অফিসার মাসুদ মুন্সি।
রহস্যের পাশাপাশি একজন নিষ্ঠাবান ডিবি পুলিশের ব্যক্তিগত জীবনের প্রতি বিশেষ আলোকপাত করা হয়েছে চলচ্চিত্রটিতে। স্ত্রী পারভীন সুলতানা ও একমাত্র ছেলেকে নিয়ে নিজের সংসার ও কর্তব্যের মাঝে ভারসাম্য বজায় রাখতে বদ্ধ পরিকর মাসুদ মুন্সি। এই সূত্রে শিকার ও শিকারীর এক দারুণ রোমাঞ্চে জড়িয়ে যেতে থাকে তার টীম।
আরও পড়ুন: থটস অফ শামস: মজার সব চরিত্রে এককভাবে অভিনয়কারী প্রতিভাবান কন্টেন্ট নির্মাতা
ঔপন্যাসিক শিবব্রত নিজে সিনেমাটি দেখে পরিচালকের প্রশংসা করতে যেয়ে বলেন,‘বাংলা চলচ্চিত্রে অমিতাভ এমন এক গোয়েন্দাকে হাজির করেছেন, যিনি শোবার সময় মশারি টাঙান।’
ওটিটি প্ল্যাটফর্ম চরকি
২০২১ এর ১২ জুলাই বৈচিত্র্যপূর্ণ প্রায় ২০০ টি কন্টেন্ট নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশের নতুন ওটিটি প্ল্যাটফর্ম চরকি। বছর জুড়ে প্রতিটি মাসে একটি করে চরকি অরিজিনাল সিনেমা উপভোগ করতে পারবে গ্রাহকগণ। মুন্সিগিরিও অন্তর্ভূক্ত হয়েছে এই লিস্টে।
এছাড়া ইতোমধ্যে মুক্তি পাওয়া চরকি অরিজিনাল ওয়েব সিনেমাগুলোর মধ্যে রয়েছে- আদনান আল রাজীব-এর ইউটিউমার, কামার আহমাদ সাইমন-এর নীল মুকুট এবং মিজানুর রহমান আরিয়ান-এর নেটওয়ার্কের বাইরে।
আরও পড়ুন: দুর্গাপূজার মহোৎসবে বাঙালির ঐতিহ্যবাহী ১০ পদের মিষ্টি
ভবিষ্যতে চরকি’র দর্শকরা মুন্সিগিরি’র সিক্যুয়ালগুলোও উপভোগ করতে পারবেন তাদের প্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে।
পরিশিষ্ট
বাংলাদেশে চলচ্চিত্র পরিবেশনের ধারা পবির্তনের সাথে সাথে বদলে যাচ্ছে চলচ্চিত্রগুলো নির্মাণের ধরন। সেই সুবাদে নতুনত্ব আসছে বাংলাদেশি সিনেমার তথাকথিত মূলধারায়। সৃজনশীল কাজের আসল রূপকারগণ এখানে যেমন সৃষ্টির অনুপ্রেরণা পাচ্ছেন, চলচ্চিত্রকর্মীরা ঠিক তেমনি সুযোগ পাচ্ছেন নিজেদেরকে মেলে ধরার। ‘মুন্সিগিরি’ রহস্য সিনেমাটি সেই বৈপ্লবিক পরিবর্তনের বিনোদনে এক সক্রিয় শিল্প, যার বদৌলতে ভবিষ্যতে বাংলাদেশিরা সাক্ষী হতে যাচ্ছে আরো অভিনব পরিবেশনের।
আরও পড়ুন: হৈচৈ বাংলা ওটিটি প্ল্যাটফর্ম: বিশ্বজুড়ে বাঙালির কোটি প্রাণের স্পন্দন
৩ বছর আগে