নিউমার্কেট
নিউমার্কেটে সংঘর্ষ: আরও দুই দোকানকর্মী গ্রেপ্তার
ঢাকা কলেজের শিক্ষার্থী এবং নিউমার্কেটের ব্যবসায়ী ও হকারদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরও দুই দোকানকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ক্যাপিটাল ফাস্ট ফুডের এই দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তাররা হলেন- মো. কাওছার ও মো. বাবু হোসেন।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবির (রমনা বিভাগ) ধানমন্ডি জোনাল টিম হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষ: ৩ শিক্ষার্থী রিমান্ডে
ডিবি (রমনা বিভাগ) এর অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. ফজলে এলাহী জানান, গত ১৮ এপ্রিল সন্ধ্যায় ওয়েলকাম ফাস্ট ফুডের কর্মচারী বাপ্পী এবং ক্যাপিটাল ফাস্ট ফুডের দুই কর্মচারী কাওসার ও বাবুর মধ্যে ইফতার আইটেমের জন্য টেবিল রাখা নিয়ে বিরোধ শুরু হয়।বাপ্পি ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীকে ঘটনাস্থলে ডেকে নিয়ে ক্যাপিটাল ফাস্টফুডের কর্মচারীদের মারধর করে। একপর্যায়ে এই মারধরের ঘটনা ঢাকা কলেজ ও নিউমার্কেটের দোকানদারদের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরদিন সকালে বারবার সংঘর্ষ চলতে থাকে এবং এতে নাহিদ ও মোরসালিন নিহত হন।
২ বছর আগে
নিউমার্কেটে সংঘর্ষ: ৩ শিক্ষার্থী রিমান্ডে
শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় করা পৃথক দুই মামলায় ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (৬ মে) ঢাকার মহানগর হাকিম মো. মোশাররফ হোসেন শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে ডেলিভারিম্যান নাহিদ হত্যা মামলায় আসামি সিয়ামকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (নিরস্ত্র) তারিকুল আলম জুয়েল।
এসময় সিয়ামের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় আরও ৩ জন গ্রেপ্তার
একই সঙ্গে পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে করা মামলায় আসামি বাপ্পি ও সজীবকে সাতদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর। তবে আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
সম্প্রতি নীলক্ষেত মোড়ে নিউমার্কেটের দোকানিদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে দুজন নিহত এবং সাংবাদিক ও শিক্ষার্থীসহ ৩০ জনের বেশি আহত হয়।
দোকানিদের অভিযোগ, শিক্ষার্থীরা খাবারের দোকানে বিল দিতে অস্বীকার করায় তাদের মারধর করা হয়েছিল।
সংঘর্ষের ঘটনায় পুলিশ ১৪০০ জনের বিরুদ্ধে চারটি মামলা করেছে।
এর আগে গত ২৮ এপ্রিল সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ।
পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষ: ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী রিমান্ডে
২ বছর আগে
নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় আরও ৩ জন গ্রেপ্তার
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যসায়ীদের মধ্যে সংঘর্ষে দুজনের প্রাণহানির ঘটনায় বৃহস্পতিবার আরও তিনজনকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার রাতে শরীয়তপুর ও কক্সবাজার জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কেরানীগঞ্জের আব্দুল মান্নানের ছেলে মো. মোয়াজ্জেম হোসেন সজীব (২৩), বরিশাল জেলার এস কে হাওলাদারের ছেলে মেহেদী হাসান বাপ্পি (২১) ও শরীয়তপুর জেলার হাসান আলীর ছেলে মো. মাহমুদুল হাসান সিয়াম (২১)।
র্যাবের কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে ব্রিফিংকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আল মঈন বলেন, ডেলিভারি ম্যান নাহিদ হত্যার সঙ্গে বাপ্পী সরাসরি জড়িত।
তিনি বলেন, বাপ্পি ও সজীব নিউমার্কেটের ওয়েলকাম ফাস্টফুডে কর্মচারী হিসেবে চাকরিরত ছিল। জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, রাজধানীর নিউমার্কেটের ক্যাপিটাল ফাস্ট ফুড এবং ওয়েলকাম ফাস্টফুডের কর্মচারীদের মধ্যে গত ১৮ এপ্রিল ইফতার বিক্রির টেবিল বসানো নিয়ে বাকবিতণ্ডার সূত্রপাত হয়।
আল মঈন বলেন, পরবর্তীতে তারা পরিচিত কিছু দুষ্কৃতিকারীকে মোবাইল ফোন দিয়ে ডেকে আনে। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ১০-১৫ জন দুষ্কৃতিকারী এসে ক্যাপিটাল ফাস্ট ফুড দোকান কর্মচারীদের মারধর করে। একপর্যায়ে উভয় গ্রুপ একে অপরের ওপর হামলা চালালেপরের দিন ঢাকা কলেজ এলাকায় ছড়িয়ে পড়ে।
ঘটনার পর বাপ্পী ও সজীব কক্সবাজারে আত্মগোপন করে এবং নিজেদের পরিচয় লুকানোর জন্য লম্বা চুল কেটে ছোট করে এবং কক্সবাজারের আবাসিক হোটেলে চাকরির চেষ্টা চালায়।
র্যাব কর্মকর্তা জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, গ্রেপ্তার মাহমুদুল হাসান সিয়াম সংঘর্ষের এক পর্যায়ে নাহিদকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। তিনিও গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান বলে জানান মইন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
সম্প্রতি নীলক্ষেত মোড়ে নিউমার্কেটের দোকানিদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে দুজন নিহত এবং সাংবাদিক ও শিক্ষার্থীসহ ৩০ জনের বেশি আহত হয়।
দোকানিদের অভিযোগ, শিক্ষার্থীরা খাবারের দোকানে বিল দিতে অস্বীকার করায় তাদের মারধর করা হয়েছিল।
সংঘর্ষের ঘটনায় পুলিশ ১৪০০ জনের বিরুদ্ধে চারটি মামলা করেছে।
এর আগে গত ২৮ এপ্রিল নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের দোকানদারদের মধ্যে সংঘর্ষে এই পাঁচজন সরাসরি জড়িত ছিল।
পরে ওইদিনই তাদের পুলিশি রিমান্ডে নেয়া হয়।
পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষ: ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী রিমান্ডে
নিউমার্কেটে সংঘর্ষ: ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী গ্রেপ্তার
২ বছর আগে
নিউমার্কেটে সংঘর্ষ: ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী রিমান্ডে
রাজধানীর নিউমার্কেটের সাম্প্রতিক সহিংসতায় নাহিদ হাসান হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীর দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার এ আদেশ দেন।
রিমান্ডে নেয়া শিক্ষার্থীরা হলেন- ঢাকা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের আব্দুল কাইয়ূম, সমাজবিজ্ঞান বিভাগের পলাশ ও ইরফান, বাংলা বিভাগের ফয়সাল এবং ইসলামের ইতিহাস বিভাগের জুনায়েদ।
আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষ: ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী গ্রেপ্তার
এ দিন নাহিদ হত্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের প্রত্যেককে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন ডিবি পরিদর্শক মো. তরিকুল আলম জুয়েল। অপরদিকে আসামিদের আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন।
এর আগে দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তারের তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষ: আগাম জামিন পেলেন বিএনপির ১৪ নেতা-কর্মী
গত ১৮ এপ্রিল দিবাগত রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও পরের দিন সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ। যা চলে সন্ধ্যা পর্যন্ত। এ সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নাহিদ হাসান ও মুরসালিনের মৃত্যু হয়।
এরপর গত ২০ এপ্রিল নিহত নাহিদের বাবা মো. নাদিম হোসেন বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় তিনি অজ্ঞাত ব্যক্তিদের আসামি করেন।
আরও পড়ুন: নিউমার্কেটে সহিংসতায় ছাত্রলীগ জড়িত: ফখরুল
২ বছর আগে
ডেলিভারি ম্যান নাহিদ হোসেন হত্যা: ২ জন শনাক্ত
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে ডেলিভারি ম্যান নাহিদ হোসেন হত্যার ঘটনায় জড়িত দুজনকে শনাক্ত করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (নিউ মার্কেট জোন) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, একটি ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণ যাচাই-বাছাই করে পুলিশ দুজনকে শনাক্ত করেছে।
তিনি আরও বলেন, ঘটনার ভিডিও ফুটেজ যাচাই করে অন্য হামলাকারীদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।
আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষ: বিএনপি নেতা মকবুল গ্রেপ্তার
ডিলিংক কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান ২০ বছর বয়সী নাহিদ হোসেন নিউমার্কেটে সংঘর্ষের সময় গুরুতরভাবে আহত হয়ে ১৯ এপ্রিল মারা যান।
ওইদিন নীলক্ষেত মোড়ে নিউমার্কেটের দোকানদারদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কয়েক দফা সংঘর্ষে নাহিদ ও আরেক যুবক নিহত এবং সাংবাদিক ও শিক্ষার্থীসহ ৩০ জনের বেশি আহত হয়।
এদিকে, সংঘর্ষের ঘটনায় ২১ এপ্রিল ১৩০০ জনেরও বেশি লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আরও পড়ুন: নিউমার্কেট এলাকার সংঘর্ষে আরও একজনের মৃত্যু
২ বছর আগে
নিউমার্কেটে সহিংসতায় পুলিশ নিজেদের ব্যর্থতা ও ছাত্রলীগকে আড়ালের চেষ্টা করছে: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, রাজধানীর নিউমার্কেট এলাকায় সহিংসতা নিয়ন্ত্রণে পুলিশ তাদের ব্যর্থতা ও উদাসীনতা এবং এতে বাংলাদেশ ছাত্রলীগের জড়িত থাকার বিষয়টা আড়ালের চেষ্টা করছে।
তিনি বলেন, ‘বিএনপি মনে করে এই অবৈধ সরকার তাদের পুরোনো খেলায় মেতে উঠেছে। টানা দুইদিনে সংর্ঘষ বন্ধ করতে না পারায় পুলিশের নিষ্ক্রয়তা ও উদাসীনতাকে যখন জনগণ দায়ী করছে, সেই সময় সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে নিরপরাধ বিএনপি নেতা মকবুলকে গ্রেপ্তার ও অন্যন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ নিজেদের ব্যর্থতা ও আওয়ামী সন্ত্রাসীদের আড়াল করার প্রচেষ্টা চালাচ্ছে।’
শনিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই বিএনপি এসব কথা বলেন।
ফখরুল বলেন, টানা দুদিন নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ২ জন নিহত ও সাংবাদিকসহ অনেকে আহত হওয়ার ঘটনায় বিএনপি গভীরভাবে উদ্বিগ্ন ও বিক্ষুব্ধ। .
তিনি বলেন, এই ঘটনা প্রমাণ করেছে যে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক। পুলিশের উপস্থিতির মধ্যে ভয়াবহ হামলা-পাল্টা হামলা, মারাত্মক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হেলমেট পরিহিত সন্ত্রাসী পিটিয়ে মানুষ মারছে, তাই পুলিশের নিষ্ক্রয়তার জন্য জনগণের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: নিউমার্কেটে সহিংসতা: মঙ্গলবার সারাদেশে বিএনপির সমাবেশ
ফখরুল বলেন, নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় হেলমেটধারী প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে বিএনপি নেতা মকবুলকে গ্রেপ্তার এবং ২৪ জন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতার নাম উল্লেখ করে প্রায় ১ হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করায় বিএনপি তীব্র নিন্দা ও প্রতিবাদ-ক্ষোভ প্রকাশ করছে।
তিনি বলেন, সহিংসতায় ছাত্রলীগের ‘ক্যাডাররা’ জড়িত ছিল বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে। ‘ভিডিও ফুটেজ থেকে অন্তত ৩ জনকে চিহ্নিত করা হয়েছে, তাদের নামও এসেছে। তারা ঢাকা কলেজের ছাত্রলীগের সক্রিয় কর্মী। গণমাধ্যমের রিপোর্টে এটা স্পষ্ট, প্রধানত চাঁদাবাজির কারণে ও নিজেদের প্রভাব বিস্তারের জন্য ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের ভয়াবহ সন্ত্রাসীরা এই ঘটনার জন্য দায়ী। ’
এই বিএনপি নেতা আরও বলেন,নিউমার্কেটসহ পাশের এলাকাগুলোর দীর্ঘদিন ধরেই শাসক গোষ্ঠীর ছাত্র-ছায়ায় ব্যাপক চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ সংঘটিত হচ্ছে। ‘ছাত্রলীগ, যুবলীগ পুলিশের সহায়তায় অপরাধ জগত গড়ে তুলছে। এই পুরো এলাকাটা ছাত্রলীগের নিয়ন্ত্রণে।’
তিনি বলেন, ছাত্রলীগের সুনির্দিষ্ট কমিটি ঢাকা কলেজে না থাকার কারণে ওই এলাকায় অনেকগুলো গ্রুপ আছে। সেই গ্রুপগুলোর মধ্যে বিরোধের কারণে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে।
ফখরুল বলেন, বিএনপি মনে করে, সরকারের সীমাহীন দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সর্বক্ষেত্রে ব্যর্থতার বিরুদ্ধে যখন জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠছে তখন জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য সরকার উদ্দেশ্যমূলকভাবে এই সংঘর্ষের ঘটনা ঘটিয়ে বিএনপিকে জড়াচ্ছে।
আরও পড়ুন: নিউমার্কেটে সহিংসতায় ছাত্রলীগ জড়িত: ফখরুল
তিনি বলেন, ‘সরকার আগের মতোই মামলার বেড়াজালে বিএনপির নেতা-কর্মীদের বন্দি করার চক্রান্ত করছে। মামলা, গ্রেপ্তার, গুম, খুন, হত্যা এই সরকারের প্রধান অস্ত্র, যা দিয়ে বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করছে ‘
বিএনপি নেতা বলেন, বর্তমান ‘অনির্বাচিত’ আওয়ামী লীগ সরকার গত এক যুগ যাবৎ অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্রের সব যন্ত্রকে ব্যবহার করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
জনগণের জীবনের কোনো নিরাপত্তা নেই, ব্যবসার কোনো পরিবেশ নেই। বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে। দুর্নীতিকে প্রতিষ্ঠানিকরণ করা হয়েছে। মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। সংবিধানকে লঙ্ঘন করে একের পর এক নিবর্তনমূলক আইন প্রণয়ন করে একটা ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, বলেন তিনি।
তিনি বলেন, রাজধানীর নিউমার্কেট এলাকায় রক্তক্ষয়ী সহিংসতার ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতা মকবুল হোসেনের মুক্তি ও পুলিশের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ২৬ এপ্রিল রাজধানীসহ সব মহানগরে সমাবেশ করবে বিএনপি।
সোমবার রাতে একটি ফাস্ট ফুডের দোকানে ঝগড়ার জের ধরে মঙ্গলবার নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্র ও দোকানদারদের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে।
পরে মঙ্গলবার ও বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আহত দুই ব্যক্তি।
সহিংসতার ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়েছে। সংঘর্ষের সময় পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেয়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লাঞ্ছিত করা এবং সম্পত্তির ক্ষতি করার অভিযোগে একটি মামলায় শুক্রবার নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন: নিউমার্কেটের সংঘর্ষই প্রমাণ করে দেশে কোনো সরকার নেই: ফখরুল
২ বছর আগে
নিউমার্কেটে সহিংসতা: মঙ্গলবার সারাদেশে বিএনপির সমাবেশ
রাজধানীর নিউমার্কেট এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা মকবুল হোসেনের মুক্তি ও পুলিশের দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে আগামী মঙ্গলবার (২৬ এপ্রিল) রাজধানীসহ দেশের সব মহানগরীতে সমাবেশ করবে বিএনপি।
শনিবার গুলশানে দলীয় চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
শুক্রবার অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ কর্মসূচি নেয়া হয় বলে জানান তিনি।
ফখরুল বলেন, তাদের বৈঠকে নিউমার্কেট এলাকায় সহিংসতার ঘটনা তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটি মকবুল হোসেনকে মুক্তি দিয়ে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার এবং ‘রাজনৈতিক উদ্দেশ্য’ নিয়ে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোরালো দাবি জানিয়েছে।
আরও পড়ুন: নিউমার্কেটে সহিংসতায় ছাত্রলীগ জড়িত: ফখরুল
সোমবার রাতে একটি ফাস্ট ফুডের দোকানে ঝগড়ার জের ধরে মঙ্গলবার নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্র ও দোকানদারদের মধ্যে হওয়া সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে।
পরে মঙ্গলবার ও বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আহত দুই ব্যক্তি-একটি প্রতিষ্ঠানের ডেলিভারিম্যান হিসেবে কর্মরত নাহিদ হাসান ও অপর এক দোকানের কর্মচারী মোরসালিন।
সহিংসতার ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়েছে। সংঘর্ষের সময় পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেয়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লাঞ্ছিত করা এবং সম্পত্তির ক্ষতি করার অভিযোগে করা একটি মামলায় শুক্রবার নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মির্জা ফখরুল অভিযোগ করেন, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার না করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২৪ নেতাসহ ১২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিএনপি এর তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে।
তিনি বলেন, সহিংসতায় ছাত্রলীগের ‘ক্যাডাররা’ জড়িত ছিল বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে।
আরও পড়ুন: জার্মান রাষ্ট্রদূতের বক্তব্য প্রত্যাখান বিএনপির
নিউমার্কেটের সংঘর্ষই প্রমাণ করে দেশে কোনো সরকার নেই: ফখরুল
২ বছর আগে
নিউমার্কেটে সহিংসতায় ছাত্রলীগ জড়িত: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর নিউমার্কেট এলাকায় রক্তক্ষয়ী সহিংসতার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন।
তিনি বলেন, ‘সরকারের ব্যর্থতায় দেশে এখন অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ সম্পূর্ণভাবে সরকারের ব্যর্থতা এবং পুলিশের নিষ্ক্রিয়তার জন্য হয়েছে।’
শুক্রবার এক ইফতার পার্টিতে বক্তব্যে তিনি আরও বলেন, ‘পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালন করার পরিবর্তে পুলিশ সহিংসতাকে উস্কে দিয়েছে। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে যে ছাত্রলীগের সন্ত্রসীরা এ সহিংসতার সাথে সম্পূর্ণভাবে জড়িত ছিল।’
নগরীর ইস্কাটনে ঢাকা লেডিস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন এই ইফতারের আয়োজন করে।
পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষে মুরসালিনের মৃত্যুর ঘটনায় আরেক মামলা
ফখরুল অভিযোগ করেন, সহিংসতার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী এখন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এই ধরনের সব মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’
তিনি সরকারের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানান।
সোমবার রাতে একটি ফাস্টফুডের দোকানে বাকবিতণ্ডার জেরে মঙ্গলবার নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্র ও দোকানদারদের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে।
পরে মঙ্গলবার ও বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কুরিয়ার সার্ভিসের কর্মচারী নাহিদ হাসান ও দোকানের কর্মচারী মোরসালিন মারা যান।
সহিংসতার ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার সন্ধ্যায় পুলিশের দায়িত্ব পালনে বাধা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওপর হামলা এবং সম্পত্তির ক্ষতিসাধনের অভিযোগে একটি মামলায় নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার জনগণের ভোট ও অন্যান্য অধিকার হরণ করে, বিচার বিভাগের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে এবং গণতন্ত্রকে ধ্বংস করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে।
তিনি ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে দেশকে বাঁচাতে, গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারে জনমত গড়ে তুলতে সকল পেশাজীবীদের প্রতি আহ্বান জানান।
পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষ: বিএনপি নেতা মকবুল গ্রেপ্তার
২ বছর আগে
নিউমার্কেটে সংঘর্ষে মুরসালিনের মৃত্যুর ঘটনায় আরেক মামলা
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষে নিহত মুরসালিনের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কাইয়ুম জানান, মুরসালিনের ভাই নিউমার্কেট থানায় আরেকটি মামলা করেছেন।
অভিযোগ পাওয়ার পর পুলিশ ১০০-১৫০ জনের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে।
মঙ্গলবার ঢাকা কলেজের ছাত্র ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সহিংস সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত এক হাজার ৪০০ জনেরও বেশি লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়।
আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষ: বিএনপি নেতা মকবুল গ্রেপ্তার
স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নিহতদের মধ্যে নিউমার্কেটের একটি কাপড়ের দোকানে কর্মরত মুরসালিন (২৬) বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান।
এর আগে মঙ্গলবার রাতে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাহিদ (২০)।
সংঘর্ষের ঘটনায় দায়ের করা মোট তিনটি মামলার মধ্যে নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) ইয়ামিন কবির ২৪ চিহ্নিত ব্যক্তি এবং ৯০০ অজ্ঞাত ছাত্র ও ব্যবসায়ীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।
কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশের ওপর হামলা চালানোর জন্য তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যাতে কয়েকজন পুলিশ আহত হয়।
আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষ: ৩ মামলায় আসামি ১৩০০
পুলিশকে তাদের দায়িত্ব পালনে বাধা দেয়া এবং ভাংচুরের জন্য উপপরিদর্শক মেহেদী হাসানের অভিযোগের ভিত্তিতে একই থানায় আরেকটি এফআইআর দায়ের করা হয়েছিল। এ মামলায় অজ্ঞাতনামা দুই শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।
এদিকে সংঘর্ষে ভাইয়ের ছেলের মৃত্যুর ঘটনায় কুরিয়ার সার্ভিসের নিহত ডেলিভারি ম্যান নাহিদ হোসেনের চাচা সৈয়দ বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ পাওয়ার পর পুলিশ ১৫০-২০০ জনের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে।
সোমবার থেকে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত নীলক্ষেত মোড়ে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে সাংবাদিক ও শিক্ষার্থীসহ ৩০ জনের বেশি আহত হয়েছেন।
দোকানদাররা অবশ্য অভিযোগ করেছেন যে ছাত্ররা একটি খাবারের দোকানে বিল দিতে অস্বীকার করায় তাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।
আরও পড়ুন: নিউমার্কেট এলাকার সংঘর্ষে আরও একজনের মৃত্যু
২ বছর আগে
পুরোদমে চালু হয়েছে নিউমার্কেট
তুচ্ছ ঘটনার জেরে ঢাকা কলেজের শিক্ষার্থী এবং নিউমার্কেটের দোকানমালিক ও কর্মচারীদের মধ্যে হওয়া টানা দুই দিনের সংঘর্ষের পর আবারও খুলতে শুরু করেছে নিউমার্কেট এলাকার দোকানপাট।
শুক্রবার সকাল ১০টা থেকে নিউমার্কেট, গাউসিয়া মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট ও নুরজাহান মার্কেট আবার খুলতে শুরু করে এবং ঘণ্টাখানেকের মধ্যেই পুরো মার্কেট খুলে যায়। খোলার পর থেকে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
দোকান মালিকদের একজন তামিম বলেন, ‘দুই দিন আগে ঈদ উপলক্ষে দোকানের জন্য কাপড় সংগ্রহ করেছি। কিন্তু সবই পুড়ে গেছে।’
ব্যবসায়ীরা বলেছেন, তারা আশা করেছিলেন যে তারা এই ঈদ বাজারে করোনা মহামারির ক্ষতি পূরণ করতে পারবেন। কিন্তু সংঘর্ষে তাদের সব পরিকল্পনা ভেস্তে যায়।
তারা ক্ষতি পুষিয়ে নিতে পারবে কি না জানতে চাইলে আরেক দোকান মালিক সালাহউদ্দিন বলেন, ‘এই ঈদের দুই দিন লোকসান হওয়ায় আমরা আমাদের ব্যবসায় লোকসান গুনছি। তবে ক্রেতারা যদি স্বতঃস্ফূর্তভাবে এই বাজারে আসেন, আমি আশা করি আমরা আমাদের ক্ষতি পুষিয়ে নিতে পারব।’
আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষ: বিএনপি নেতা মকবুল গ্রেপ্তার
নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আশরাফ উদ্দিন বলেন, ‘বাজার ব্যবস্থাপনার জন্য একটি মনিটরিং সেল গঠন করা হবে। প্রতিটি মার্কেটের মালিক ও কর্মচারীদের আচরণগত প্রশিক্ষণও দেয়া হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করছি।’
ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, ওই দিনগুলোতে নিউ সুপার মার্কেটের সাড়ে তিন হাজার দোকান, নিউমার্কেটের সাত শতাধিক দোকান, চন্দ্রিমা সুপার মার্কেটের ৫০০ দোকান এবং গাউসিয়া মার্কেটের ৪০০ এর বেশি দোকান বন্ধ থাকায় তাদের ব্যবসার অপূরণীয় ক্ষতি হয়েছে।
এতে অন্তত পাঁচ থেকে ছয় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি ধারণা করছেন।
পুরো বাজার এলাকা ঘুরে দেখা যায়, নিরাপত্তা নিশ্চিত করতে নিউমার্কেট এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ক্রেতাদের পণ্য কিনতে দেখা গেছে।
আরও পড়ুন: নিউমার্কেটের সংঘর্ষই প্রমাণ করে দেশে কোনো সরকার নেই: ফখরুল
সাভার থেকে আসা গ্রাহক রকিবুল হাসান বলেন, ‘এখানে আমরা খুব কম দামে জিনিসপত্র কিনতে পারি। আমি এখানে আমার পরিবারের জন্য ঈদের পোশাক কিনতে এসেছি।’
তিনি আরও বলেন, ‘বুধবার আমি এখানে আসতাম, কিন্তু সংঘর্ষের কারণে মার্কেট বন্ধ ছিল। আমি আশা করছি ব্যবসায়ীরা তাদের ক্ষতি পূরণ করতে সক্ষম হবেন।’
শুক্রবার সকালে নিউমার্কেটে আসা ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী আফরোজ বলেন, ‘আমাদের মতো শিক্ষার্থীদের দামি পোশাক কেনার সাধ্য নেই। তাই আমরা নিউমার্কেট পছন্দ করি, কারণ এখানে আমরা যুক্তিসঙ্গত মূল্যে জিনিস কিনতে পারি।’
তিনি আরও বলেন, ‘গতকাল আমার বাড়ি যাওয়ার কথা ছিল। কিন্তু সংঘর্ষের কারণে আমার ও আমার পরিবারের জন্য ঈদের জামাকাপড় কিনতে দেরি হওয়ায়ে যেতে দেরি হলো।’
নিউমার্কেটে সংঘর্ষ
সোমবার মধ্যরাতে নীলক্ষেত মোড়ে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে দুজন নিহত ও সাংবাদিক ও শিক্ষার্থীসহ ৩০ জনের বেশি আহত হয়।
সহিংস এ সংঘর্ষের ঘটনায় এক হাজার ৩০০ জনেরও বেশি লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
তিনটি মামলার মধ্যে নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) ইয়ামিন কবির বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে এবং ঢাকা কলেজের ৯০০ জন অজ্ঞাত ছাত্র ও ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা করার অভিযোগ আনা হয়েছে।
এছাড়া পুলিশের কাজে বাধা দেয়া ও ইটপাটকেল নিক্ষেপের পর ভাংচুরের অভিযোগে আরও একটি মামলা করেন নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান। মামলায় অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে সংঘর্ষে নিহত ডিলিংক কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান নাহিদ হোসেনের চাচা সৈয়দ বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি মামলা করেছেন।
অভিযোগের ভিত্তিতে ১৫০-২০০ জনের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করে পুলিশ।
এর আগে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সহিংস সংঘর্ষে আহত আরও একজন বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষ: ৩ মামলায় আসামি ১৩০০
২ বছর আগে