রিকশা ছিনতাই
ফরিদপুরে কিশোরকে হত্যা করে রিকশা ছিনতাই!
ফরিদপুর সদরে কিশোরকে হত্যার পর তার রিকশা ছিনতাই করে নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার সকালে উপজেলার মাচ্চর ইউনিয়নের উত্তর দয়ারামপুরে এই ঘটনা ঘটে।
নিহত সাব্বির বিশ্বাস (১৫) চরমাধবদিয়া ইউনিয়নের আছিরুদ্দিন মুন্সিরডাঙ্গী গ্রামের ঘোড়াগাড়ির চালক আলমগীর বিশ্বাসের ছেলে ও অষ্টম শ্রেণির ছাত্র। পড়াশোনার খরচ জোগাতে অটো রিকশা চালাতো।
আরও পড়ুন: বিশ্বনাথে চালককে ছুরিকাঘাত করে টমটম ছিনতাই
সাব্বিরের চাচা জাহাঙ্গীর বিশ্বাস জানান, সাব্বির গোলডাঙ্গির পদ্মার চর হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। শুক্রবার সকালে ব্যাটারি চালিত রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় সাব্বির। পরে রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। শনিবার সকালে একটি খেতে স্থানীয়রা সাব্বিরের লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে।
আরও পড়ুন: গাজীপুরে চালককে হত্যা পর অটোরিকশা ছিনতাই
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই রিকশা চালকের রিকশাটি ছিনতাই করে তাকে হত্যা করা হয়েছে।
২ বছর আগে
রাজশাহীতে চালককে গলাকেটে হত্যার পর রিকশা ছিনতাই
রাজশাহী নগরীতে চালককে হত্যা করে রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে নগরীর সাগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিকশাচালক আবদুল কাদের (৫৫) নগরীর শ্রীরামপুর এলাকার মৃত কাবেজ আলীর ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে যুবককে গলাকেটে হত্যার অভিযোগ
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, রাত দেড়টার দিকে আবদুল কাদের রিকশা নিয়ে যাচ্ছিলেন। তখন কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করলে তিনি মারা যান। পরে তার রিকশাটি নিয়ে যায় দুর্বৃত্তরা।
আরও পড়ুন: সাভারে বাসচালককে গলাকেটে হত্যা, ভ্যানচালক আটক
খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ নিয়ে থানায় হত্যা মামলা দায়েরেরও প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: সিলেটে মা ও ২ শিশুকে গলাকেটে হত্যা
৩ বছর আগে