আব্দুর রাজ্জাক গুরনাহ
সাহিত্যে নোবেল পেলেন তানজানিয়ার আব্দুর রাজ্জাক
চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন তানজানিয়ার আব্দুর রাজ্জাক গুরনাহ। বৃহস্পতিবার সুইডিশ একাডেমি যুক্তরাজ্য ভিত্তিক এই লেখককে নোবেল বিজয়ী হিসেবে ঘোষণা করেছে।
সুইডিশ একাডেমি বলছে, উপনিবেশবাদের প্রভাব নিয়ে আপসহীন ও সহনুভূতিশীল লেখনির স্বীকৃতি স্বরূপ আব্দুর রাজ্জাক গুরনাহকে এ পুরস্কার দেয়া হয়েছে।
গুরনাহ ১৯৪৮ সালে জানজিবারে জন্মগ্রহণ করেন। তবে কিশোর বয়সেই শরণার্থী হিসেবে তিনি যুক্তরাজ্যে যান। সম্প্রতি কেন্ট বিশ্ববিদ্যায়ের উত্তর উপনিবেশবাদ সাহিত্য বিভাগের অধ্যাপক হিসেবে অবসর নেয়া এই অধ্যাপক ১০টি উপন্যাসের লেখক। এগুলোর মধ্যে রয়েছে প্যারাডাইস, বাই দ্য সি ও ডেজারশন।
আরও পড়ুন: পদার্থে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
৩ বছর আগে