দেবব্রত পাল
‘ভারত-বাংলাদেশ একে অপরের আপন ভাইয়ের মতো’
ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব দেবব্রত পাল বলেছেন, ‘ভারত-বাংলাদেশ একে অপরের আপন ভাইয়ের মতো।’
তিনি বলেন, ‘বিশ্বাস করি প্রতিবেশি দু’দেশ একে অপরের আপন ভাইয়ের মতো। ভাইয়ে ভাইয়ে ছোট খাটো বিরোধ থাকতে পারে সেটা আবার কিছু সময় পরেই ঠিক হয়ে যায়। বিবাদমান যে কোন সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান হবে। ছিট মহলসহ নানা সমস্যার সমাধান হয়েছে, আগামীতে আরও হবে।
আরও পড়ুন: ফরিদপুর রামকৃষ্ণ মিশনে ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি
বৃহস্পতিবার রাত ৭টার দিকে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভায় দেবব্রত পাল এসব কথাগুলো বলেন।
ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব বলেন, ‘ভারত বাংলাদেশের বন্ধুত্ব দীর্ঘজীবী হবে। বঙ্গবন্ধুর চেতনায় বাংলাদেশ যেভাবে উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে তাতে সম্ভাবনার দার উন্মোচন হচ্ছে। এদেশের যে কোন সমস্যায় আমরা ছিলাম আগামীতেও থাকবো। আমরা একে অপরের প্রতি আস্থাশীল।’
আরও পড়ুন: বাংলাদেশ দ্রুত ও জরুরিভাবে টিকা পাবে: ভারতীয় হাইকমিশনার
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার এই দেশে স্বাধীনতার যুদ্ধের সময়ে যারা বিরোধী ছিল আজও তারা সক্রিয় রয়েছে। তারাই আমাদের নিয়ে (ভারতকে) কথা বলার চেষ্টা করে।’
ফরিদপুর প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, অধ্যাপক মিজানুর রহমান মানিক, মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, পান্না বালা, হাবিবুর রহমান হাবিব, বিজয় পোদ্দার, শেখ ফয়েজ আহম্মেদ, জাহিদ রিপন, রেজাউল করিম, সঞ্জিত দাসসহ অন্যান্য সাংবাদিকরা।
৩ বছর আগে