জাবিউল্লাহ মুজাহিদ
আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ: হতাহত ১০০
আফগানিস্তানের উত্তরাঞ্চলের কুন্দুজ প্রদেশের একটি শিয়া মসজিদে বোমা হামলায় কমপক্ষে ১০০ জন হতাহত হয়েছেন। নিহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি বলে জানিয়েছেন তালেবানের এক পুলিশ কর্মকর্তা।
শুক্রবার প্রদেশের রাজধানীর মসজিদটিতে জুমার নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দীর্ঘদিন ধরে দেশটির সংখ্যালঘু শিয়াদের ওপর এ ধরনের হামলা করে আসছে।
কুন্দুজ প্রদেশের পুলিশের উপপ্রধান দোস্ত মোহাম্মদ ওবায়দা বলেন, তাদের (নামাজে অংশ নেয়া ব্যক্তিদের) অধিকাংশই নিহত হয়েছে। কোনো আত্মঘাতী হামলাকারী এ বোমা বিস্ফোরণ ঘটাতে পারে বলে জানান তিনি। শিয়াদের নিরাপত্তার ব্যাপারে পুনঃনিশ্চয়তাও ব্যক্ত করেন তালেবান পুলিশের এই কর্মকর্তা।
তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, এই শিয়া মসজিদটি টার্গেটে ছিল এবং এতে অনেকে নিহত ও আহত হয়েছেন। তালেবানের বিশেষ ফোর্স ঘটনাস্থলে গেছে এবং তদন্ত করছে বলেও জানান তিনি।
এ হামলায় মৃত্যুর সংখ্যা যদি ১০০ হয়ে থাকে তাহলে আগস্টে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর প্রস্থান ও তালেবান দেশটির ক্ষমতা গ্রহণের পর কোনো হামলায় এটিই হবে সর্বোচ্চ মৃত্যু।
এছাড়া এর আগে গত ২৬ আগস্ট আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে এক বোমা হামলায় ১৬৯ আফগান ও ১৩ মার্কিন সেনা কর্মকর্তা নিহত হয়েছিল।
আরও পড়ুন: আফগানিস্তান: বিপদে শিশুরা, বিবাদে তালেবান আর অথর্ব জাতিসংঘ
আফগানিস্তানে ছাড়তে পারেনি শতাধিক মার্কিন নাগরিক!
আইএসকে লক্ষ্য করে আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলা
৩ বছর আগে