চুল কর্তন
এবার লক্ষ্মীপুরে ৭ মাদরাসাছাত্রের চুল কর্তন, অভিযুক্ত শিক্ষক আটক
লক্ষ্মীপুরের রায়পুরের হামছাদী-কাজীর দীঘিরপাড় আলিম মাদরাসায় দশম শ্রেণির সাত ছাত্রের চুল কেটে দেয়ার অভিযোগে শিক্ষক মঞ্জুরুল কবিরকে আটক করেছে পুলিশ। পরবর্তীতে ছাত্র শাহাদাত হোসেনের মা সাহেদা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
শুক্রবার দুপুরে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে তদন্তে নামে পুলিশ।
রায়পুর থানার উপপরিদর্শক কামাল হোসেন জানান, গত শনিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার বামনী ইউপির হামছাদী-কাজির দিঘিরপাড় আলিম মাদরাসার এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর উপজেলার বামনী ইউপির হামছাদী-কাজির দিঘিরপাড় আলিম মাদরাসার দশম শ্রেণিতে ক্লাশ চলাকালীন সময় ক্লাস রুমের সামনে বারান্দায় সাত ছাত্রের চুল কেঠে দেয়া হয়। পরে তারা ক্লাশ না করেই মাদরাসা থেকে বেরিয়ে য়ায়। তবে এনিয়ে অভিভাকরা সন্তুষ্টি প্রকাশ করলেও পরে মাদরাসার সেই শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আরও পড়ুন: জোরপূর্বক চুল কাটার প্রতিবাদে চলছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ
অভিযুক্ত শিক্ষক মঞ্জুরুল কবির বলেন, ‘তাদেরকে সপ্তাহব্যাপী সতর্ক করার পরও বিষয়টি গুরুত্ব না দেয়ায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ও নীতি নৈতিকতা শিক্ষা দেয়ার জন্যই মাদরাসা কমিটি ও আমিসহ আরও তিন শিক্ষকের উপস্থিতিতে চুল কেটে দিয়েছি। একটা পক্ষ মাদরাসার বিরুদ্ধে মিথ্যাচার করছেন।’
এ বিষয়ে রায়পুর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, বর্তমান প্রেক্ষাপট আর পূর্বের প্রেক্ষাপট সম্পূর্ন ভিন্ন। তাই, সরকারের সকল নীতিমালা মেনেই শ্রেণিকক্ষে পাঠদান করা উত্তম। তবে, এই ঘটনার কথা আমি জেনেছি এবং শুনেছি যে মাদরাসা কমিটি ও সকল শিক্ষকদের সমন্বয়ে বিষয়টি মীমাংসা করা হয়।
আরও পড়ুন: চুল কেটে দেওয়ার ঘটনায় গৃহীত পদক্ষেপ জানতে চান হাইকোর্ট
ভুক্তভোগী এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের স্যারের কোন দোষ নেই। স্যার যা কিছু করেছেন আমাদের ভালোর জন্যই করেছেন। এখন আমরা সবাই থানায় এসেছি স্যারকে নিয়ে যেতে।’
অভিভাবকদের একজন বলেন, ‘শিক্ষককে আটকের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কেননা, শিক্ষক যা করেছেন আমাদের সন্তানদের মঙ্গলের জন্যই করেছেন। আমরা তার মুক্তি চাই।’
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) পলাশ কান্তি নাথ জানান, উক্ত ঘটনায় এক ছাত্রের মা বাদী হয়ে মামলা দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের চুল কেটে দেয়া সেই শিক্ষিকার পদত্যাগ, তদন্ত কমিটি গঠন
গত ২৬ সেপ্টেম্বর সিরাজগঞ্জ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেয়ার ঘটনায় দেশব্যাপী তোলপাড় হয়। অপমান সইতে না পেরে শিক্ষার্থী নাজমুল হোসেন তুহিন ছাত্রাবাসে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনায় তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনকে সাময়িক বরখাস্ত করা হয়।
৩ বছর আগে