চায়না দুয়ারী জাল
পদ্মায় অভিযান: কারেন্ট ও চায়না দুয়ারী জাল ধ্বংস
মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে ফরিদপুরে মা ইলিশ সংরক্ষণ প্রকল্পে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অফিস। এসময় ইলিশ ধরার কাজে ব্যবহৃত পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও অবৈধ ‘চায়না দুয়ারী ২০০টি জাল উদ্ধার করে ধ্বংস করা হয় ।
শুক্রবার ও শনিবার চরভদ্রাসনে উপজেলার পদ্মা নদীতে এই অভিযান চালানো হয়।
আরও পড়ুন: ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকার: আটক ৩
চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান জানান, গোপালপুর ঘাট হইতে স্পিডবোট ও ট্রলার যোগে নমুর ছ্যাম সালেপুর, সালিপুরের শেষ সীমানা পর্যন্ত অংশে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে ২শ টি চায়না দুয়ারী, ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
আরও পড়ুন: মধ্যরাতে থেকে মেঘনায় ২২ দিন ইলিশ ধরা বন্ধ
তিনি জানান, নদীর বিভিন্ন জায়গায় আড়াআড়ি বাধ ভেঙে দেয়া হয়েছে। আমাদের এই অভিযান সরকারি নির্দেশনা সময় পর্যন্ত অব্যাহত থাকবে।
মৎস্য বিভাগের এই অভিযানে ফরিদপুর নৌপুলিশ সহযোগিতা করে।
৩ বছর আগে