ট্রাকচালকের সহযোগী
কুড়িগ্রামে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ১
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক ট্রাকচালকের সহযোগীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঢাকা-রৌমারী মহাসড়কের ঝগড়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মতিয়ার রহমান (৪০) উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ঝগড়ারচর এলাকার আছিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকাল ৯টার দিকে ট্রাক্টরে করে দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি এলাকার হলহলিয়া নদী থেকে বালু আনার উদ্দেশ্যে যান টেকানি গ্রামের জব্বার আলীর ছেলে চালক আ. রহিম ও তার সহযোগী মতিয়ার রহমান। এ সময় ঝগড়ারচর এলাকায় ট্রাক্টর থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন মতিয়ার রহমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিকসহ নিহত ৩
এ ব্যাপারে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুহা. আরিফ হোসেন জানান, মতিয়ার রহমানকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হলে অন্যত্র নেয়ার আগেই তার মৃত্যু হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবু সাঈদ বলেন, এ ঘটনায় নিহতের বাবা মামলা করবেন না বলে থানায় লিখিতভাবে জানিয়েছেন।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় সংবাদকর্মীর বাবা নিহত
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীসহ নিহত ২
৩ বছর আগে