চলচ্চিত্র ক্যারিয়ার
‘প্রাণবিক বন্ধু’ তালিকায় দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান
জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত ছোট ও বড় পর্দায় সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার স্বীকৃতি পেতে যাচ্ছেন তাঁর পশুপ্রীতির জন্য। অভিনয়ের মানুষ জয়ার পোষা প্রাণীদের প্রতি ভালবাসার কথা ইতোমধ্যে তাঁর সামাজিক মাধ্যমের ভক্তরা জেনে গেছেন। সাম্প্রতিক বছরগুলোতে প্রভুভক্ত প্রাণীগুলোর প্রতি এই অভিনেত্রীর যত্নশীল মনোভাব ফুটে উঠেছে। অভিনয়ের গন্ডির বাইরে তাঁর এই কার্যক্রমের জন্য তিনি অর্জন করতে যাচ্ছেন ‘প্রাণবিক বন্ধু’ পুরষ্কার।
চলুন, পুরষ্কারটির পাশাপাশি জেনে নিই জয়া আহসানের জনপ্রিয় কাজগুলোর কথা।
আরও পড়ুন: অবশেষে মুক্তি পেতে যাচ্ছে জেমস বন্ড মুভি ‘নো টাইম টু ডাই’
জয়া আহসান-এর চলচ্চিত্র ক্যারিয়ার
দুই বাংলার সংবেদনশীল তারকায় পরিণত হওয়া জয়া আহসান-এর দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারের বিপুল অর্জন তাকে প্রতিনিয়ত আরও ব্যস্ত করে তুলছে। ২০০৪ সালে মোস্তফা সরওয়ার ফারুকী-এর ব্যাচেলর সিনেমার মধ্য দিয়ে তাঁর বড় পর্দায় আগমন। এরপর ‘গেরিলা’, ‘চোরাবালি’ মুভিগুলোর মাধ্যমে চলচ্চিত্র পাড়ায় বেশ সমাদৃত হন। ব্যবসা-সফল চলচ্চিত্র ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’-১ ও ২-এ অভিনয়ের মধ্য দিয়ে মূলধারার সিনেমায় তাঁর সপ্রতিভ যাত্রা শুরু হয়।
২০১৩ তে ‘আবর্ত ’সিনেমা দিয়ে শুরু করার পর ভারতীয় মুভিতে নিয়মিত হতে থাকেন জয়া। তাঁর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান সি-তে সিনেমা থেকে ২০১৮ সালে মুক্তি পায় দেশ বরেণ্য চলচ্চিত্র নির্মাতা প্রয়াত হুমায়ুন আহমেদ-এর গল্প অবলম্বনে নির্মিত সিনেমা ‘দেবী’।
আরও পড়ুন: মুন্সিগিরি: চঞ্চল চৌধুরীকে নিয়ে অমিতাভ রেজা’র আরেকটি অসামান্য চলচ্চিত্র
জয়া আহসানের পশুপ্রীতি
২০১৮-এর শীতকালে মা ও বোনকে নিয়ে চার দিনের সিলেট ট্যুরে যান জয়া। এই ভ্রমণের মধ্যমণি ছিলো ক্লিওপেট্টা; জয়া’র পোষা কুকুর, যাকে তিনি পেট্টা বলেই ডাকেন। মুভির শ্যুটিং-এর জন্য পেট্টাকে ছেড়ে তাকে কলকাতায় এক মাস থাকতে হয়েছিলো। তাই দেশে ফিরেই পেট্টার সৌজন্যে এই ভ্রমণ।
জয়ার সামাজিক মাধ্যমের প্রোফাইল জুড়ে পেট্টার দুষ্টুমি ভরা ছবির ছড়াছড়ি। তবে প্রিয় পোষা প্রাণীর সাথে সুন্দর কিছু সময় কাটানোর বাইরেও প্রভুভক্ত প্রাণীগুলোর জন্য তাঁর কার্যক্রম ছিলো চোখে পড়ার মত।
৩ বছর আগে