সাবেক প্রধান বিচারপতি
সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই
সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। শনিবার (২৩ নভেম্বর) দিবাগত সাড়ে ৪টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সাবেক প্রধান বিচারপতি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
সুপ্রিম কোর্ট থেকে পাঠানো এক শোকবার্তায় বলা হয়, রেওয়াজ অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারিক কার্যক্রম রবিবার স্থগিত থাকলেও প্রশাসনিক কার্যক্রম চলছে।
সুপ্রিম কোর্টের মূল ভবনের ভেতরের প্রাঙ্গণে যোহরের নামাজের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রুহুল আমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সাবেক এই প্রধান বিচারপতি ১৯৪১ সালের ১ জুন লক্ষ্মীপুরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ ডিগ্রি লাভ করেন এবং ১৯৬৫ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন।
১৯৬৬ সালে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান হাইকোর্টে এবং পরে ১৯৮১ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
১৯৯২ সালের ১৮ ফেব্রুয়ারি তিনি হাইকোর্টের বিচারপতি এবং ২০০০ সালের ১১ জানুয়ারি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।
রুহুল আমিন দেশের ১৫তম প্রধান বিচারপতি হিসেবে ২০০৭ সালের ১ মার্চ থেকে ২০০৮ সালের ৩১ মে পর্যন্ত দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারপতিদের অপসারণ বহাল রাখল সুপ্রিম কোর্ট
৪ সপ্তাহ আগে
হাসিনা-সাবেক প্রধান বিচারপতি খায়রুলের বিরুদ্ধে হত্যা মামলা
মিরপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে গুলি করে বেসরকারি কোম্পানির অফিস সহকারী ফিরোজ তালুকদারকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকসহ আরও তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) ঢাকা মহানগর হাকিম মো. মেহেদী হাসানের আদালতে মামলাটি করেন নিহতের স্ত্রী রেশমা সুলতানা।
আদালত তার জবানবন্দি রেকর্ড করেন এবং মামলাটি এফআইআর হিসেবে গ্রহণের জন্য মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
মামলার অন্য আসামিরা হলেন- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
মামলার এজাহারে বলা হয়, শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য অজ্ঞাতনামা সহযোগীদের নির্দেশে পুলিশ, র্যাব, বিজিবি ও তৎকালীন ক্ষমতাসীন দলের কিছু সদস্যকে ব্যবহার করে শিক্ষার্থী ও জনসাধারণের ওপর হামলা চালায়।
আন্দোলন চলাকালে ১৯ জুলাই সন্ধ্যায় ফিরোজ তালুকদার মিরপুর-১০ এলাকা দিয়ে যাওয়ার সময় র্যাবের হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে বিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৪ মাস আগে
এস কে সিনহার ১১ বছর কারাদণ্ড
চার কোটি টাকার ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে পৃথক দুটি ধারায় ১১ বছরের কারাদণ্ড ও ৪৫ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন ঢাকার একটি বিশেষ আদালত। একই সাথে সিনহার জব্দ করা ৭৮ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তেরও নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার বিশেষ (আদালত-৪) বিচারক শেখ নাজমুল আলম খান এ রায় দেন।
আদালত মামলার অপর আট আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহাকে খালাস দিয়েছেন।
আরও পড়ুন: ফের পেছাল এস কে সিনহার মামলা রায়
সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন ফারমার্স ব্যাংকের (বর্তমান পদ্মা ব্যাংক) সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী, ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক একেএম শামীম, প্রথম ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, সাফিউদ্দিন আসকারী, সাবেক এসইভিপি গাজী সালাহউদ্দিন, মো. লুৎফুল হক, রনজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী সান্ত্রী রায়।
এদের মধ্যে একেএম শামীমের চার বছরের কারাদণ্ড এবং বাকি আসামিদের তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
২০১৯ সালের ১০ জুলাই দুদক সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা এবং অন্য ১০ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ আহরণ এবং চার কোটি টাকা পাচারের অভিযোগে মামলাটি দায়ের করেন।
এর আগে ৫ অক্টোবর এ মামলার রায় ঘোষণার তারিখ ছিল। ঢাকার বিশেষ জজ (কোর্ট-৪) শেখ নাজমুল আলম খান ছুটিতে যাওয়ায় ভারপ্রাপ্ত বিচারক আলী হোসেন নতুন তারিখ হিসেবে ২১ অক্টোবর দিন ধার্য করেছিলেন।
গত ২৯ অগাস্ট আদালতে আত্মপক্ষ সমর্থনে ১১ জন আসামির মধ্যে সাতজন নিজেদের নির্দোষ দাবি করেন।
তারা হলেন ফারমার্স ব্যাংকের সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী, ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক একেএম শামীম, প্রথম ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায় এবং মো. লুৎফুল হক, সাবেক এসইভিপি গাজী সালাহউদ্দিন, মো. শাহজাহান এবং নিরঞ্জন চন্দ্র সাহা।
২৪ আগস্ট প্রতিরক্ষা আইনজীবীর মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক বেনজীর আহমেদকে জিজ্ঞাসাবাদ করেন। মামলায় প্রায় ২১ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
আরও পড়ুন: অভিন্ন সাজা প্রদান নীতিমালা কেন নয়, জানতে চেয়েছে হাইকোর্ট
এস কে সিনহার দুর্নীতি মামলা: ২১ অক্টোবর পর্যন্ত রায় স্থগিত
৩ বছর আগে
সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্ধ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান তাঁর বিরুদ্ধে এ মামলা করেন।
দুদকের মামলার বিবরণী থেকে জানা যায়, সুরেন্দ্র কুমার সিনহা তাঁর নিজ নামে ইতোপূর্বে রাজউক থেকে উত্তরা আবাসিক এলাকায় একটি প্লট বরাদ্ধ পান। পরবর্তীতে তিনি ক্ষমতা অপব্যবহার করে প্রতারণার আশ্রয় নিয়ে তাঁর ভাই নরেন্দ্র কুমার সিনহার নামে রাজউক পূর্বাচল প্রকল্পে প্লটের জন্য আবেদন করান এবং তিন কাঠার একটি প্লট বরাদ্ধ করান।
এছাড়া তিনি ক্ষমতার প্রভাব খাটিয়ে এই তিন কাঠার প্লটটিকে পাঁচ কাঠার প্লটে উন্নীত করান। পূর্বাচল থেকে প্লট স্থানান্তর করে উত্তরার সেক্টর-৪ এ প্লটটি রাজউক থেকে অনুমোদনও করান। প্লটের জন্য ব্যয় হওয়া ৭৫ লাখ টাকা পরিশোধ করেন তিনি। পরবর্তীতে ওই প্লটে ৯ তলা ভবন নির্মাণ করেন।
অনুসন্ধানকালে নিরপেক্ষ প্রকৌশলীর প্রতিবেদন অনুযায়ী, নয় তলা এ ভবন নির্মাণ করতে ব্যয় হয়েছে ছয় কোটি ৩১ লাখ ৫ হাজার ৮৬৫ টাকা। এছাড়া এ প্লটের মূল্য হিসেবে রাজউকে পরিশোধ করা হয় ৭৫ লাখ। সে হিসেবে প্লটের মূল্যসহ ভবন নিমার্ণে মোট ব্যয় ৭ কোটি ৬ লাখ ৫ হাজার ৮৬৫ টাকা। এই সম্পদের মধ্যে কেবল জনৈক খালেদা চৌধুরীর কাছ থেকে ফ্ল্যাট বিক্রির অগ্রীম বাবদ ৭০ লাখ টাকা টাকা পেয়েছেন তিনি। এ টাকা বাদে অবশিষ্ট ছয় কোটি ৩৬ লাখ ৫ হাজার ৮৬৫ টাকা এবং শংখজিত সিংহয়ের নামীয় হিসাবে স্থায়ী ও নগদে জমা আছে ৭৮ লাখ টাকা।
দুদকের অভিযোগে বলা হয়, সুরেন্দ্র কুমার সিনহা নিজ ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে এই সাত কোটি ১৪ লাখ ৫ হাজার ৮৬৫ টাকার অর্জন করেছেন।
আরও পড়ুন: এসকে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
এসকে সিনহার বই পরাজিত ব্যক্তির হা-হুতাশ: আইনমন্ত্রী
৩ বছর আগে
এসকে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
৪ বছর আগে
সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চার কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ১১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত।
৪ বছর আগে