ন্যাশনাল চিল্ড্রেন টান্সফোর্স
এক ঘণ্টার ইউএনও সাদিয়া!
সাদিয়া বিনতে আওলাদ নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী হলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
সোমবার (১১ অক্টোবর) পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে কন্যা শিশুর ক্ষমতায়নের প্রতীক হিসেবে এক ঘণ্টার জন্য প্রতীকী ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন ওই শিক্ষার্থী।
নারী শক্তির ক্ষমতায়ন বাস্তবায়ন, নারী ও শিশুর ক্ষমতা অধিকার সম্পর্কে অবগত করা ও উৎসাহিত করার লক্ষ্যে বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিল্ড্রেন টান্সফোর্স (এনসিটিএফ) এই উদ্যোগ গ্রহণ করে।
এক ঘন্টার জন্য ইউএনও’র পদ টেক অভার করা সাদিয়া বিনতে আওলাদ অহনা পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। একই সাথে এক ঘন্টার জন্য তার অধীন হয় পুরো সদর উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় অহনা বাল্যবিবাহ, নারী নির্যাতন ও নিপীড়নসহ নারী সহিংসতা রোধে আলোচনা, উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্য সম্পাদনসহ তদারকি করেন এবং উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভাকে নারী বান্ধব করতে ও নারীর প্রতি সহিংসতা রোধে সুপারিশমালা তুলে ধরেন। প্রতীকি দায়িত্ব পাওয়া ইউএনও’র সুপারিশগুলো আমলে নেয়ার আশ্বাস দেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন।
জানা যায়, প্রতিকী নির্বাহী কর্মকর্তা হওয়া স্কুল ছাত্রী সাদিয়া বিনতে আওলাদ অহনা পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যায়লের নবম শ্রেণির ছাত্রী এবং সে চাইল্ড পার্লামেন্ট পঞ্চগড় জেলা শাখার সদস্য।
আরও পড়ুন: একদিনের সুইডিশ রাষ্ট্রদূত রুনা !
এক ঘন্টার প্রতিকী অনুষ্ঠানে পঞ্চগড় সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ, সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন, ন্যাশনাল চিল্ড্রেন টান্সফোর্স (এনসিটিএফ) এর ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার মারুফ হাসান আবির, ওমেন্স ভলেন্টিয়ার নিশাত পারভিন নিশিসহ উপজেলার বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিকী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া বিনতে আওলাদ অহনা জানান, আমি নারীর প্রতি সহিংসতা রোধে এবং নারী বান্ধব উপজেলা গড়ে তোলা, নারীর উন্নয়ন, ক্ষমতায়ন ও অধিকার নিয়ে কাজ করতে চাই। কন্যা শিশুর গুরুত্ব দিয়ে অহনা জানান, নারীরা সকল কাজে পারদর্শী তা প্রমাণ হয়ে গেছে। নারীরা সমঅধিকার পেলে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে।
পঞ্চগড় সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন জানান, ‘নারীর অবদান এখন দেশের গুরুত্বপূর্ণ স্থানে। আজকের তরুণ প্রজন্ম ও নারীরাই একদিন দেশের উন্নয়নে কাজ করবে। আমরা নারী বান্ধব উপজেলা ও নারীর সংহিংসতা রোধে কাজ করবো এবং স্কুল ছাত্রীর সকল সুপারিশ আমরা বাস্তববায়ন করার চেষ্টা করবো।
আরও পড়ুন: একদিনের মেয়র বৈশাখী!
নারীর ক্ষমতায়নে বাংলাদেশের গুরুত্বারোপ
৩ বছর আগে