ই-ওরেঞ্জ
ই-অরেঞ্জের মালিক বিথিসহ ৫ জনের ব্যাংক হিসাব তলব
ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক বিথি আক্তার, বরখাস্ত হওয়া পুলিশ পরিদর্শক সোহেল রানাসহ পাঁচজনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের তদন্ত শাখা বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
রবিবার বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে সংস্থাটি তাদের পাঁচ জনের প্রত্যেকের ঠিকানা, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ করেছে এবং ১১ অক্টোবরের মধ্যে তাদের লেনদেনের বিবরণ প্রদান করতে বলেছে।
চিঠিতে সোহেল রানা, বিথি আক্তার, মোমেনা আক্তার মাসুমা, নাজমা সুলতানা প্রিয়া ও সোনিয়া মেহজাবিনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ।
বিএফআইইউ জানায়, যদি ওই ব্যক্তি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে অতীত বা বর্তমানে কোনো ব্যাংক হিসাব থেকে থাকে তাহলে সে সব হিসাবের যাবতীয় তথ্য প্রদান করতে হবে। এছাড়া তাদের নামে যদি ফিক্সড ডিপোজিড, ঋণ হিসাব, এলসি খোলা হয় তাহলে সেগুলোর তথ্যও প্রদান করতে হবে।
আরও পড়ুন: দেশীয় ই-কমার্সের ‘১০-১০’ উৎসব শুরু হচ্ছে আজ
কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত শাখাটি ওই ব্যক্তিদের নামে থাকা হিসাবের নমিনি ও তাদের নামে থাকা (যদি থাকে) হিসাবের তথ্যও তলব করেছে।
২০০৮ সালে প্রতিষ্ঠা হওয়া ই-অরেঞ্জের বিরুদ্ধে টাকা নিয়েও ঠিক সময়ে পণ্য না দেয়ার অভিযোগে মামলা করেছেন ভোক্তারা।
ক্রেতাদের কাছ থেকে টাকা নিয়েও পণ্য না দিয়ে এক হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় বর্তমানে কারাগারে আছেন ই-অরেঞ্জের আরেক মালিক সোনিয়া মেহজাবিন ও তাঁর স্বামী মাসুকুর রহমান।
মেহজাবিনের ভাই পুলিশ পরিদর্শক সোহেল রানাও এই মামলায় অভিযুক্ত। সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা।
আরও পড়ুন: ই-কমার্স নিয়ে সরকারের পদক্ষেপ জানতে চায় হাইকোর্ট
ই-কমার্সে প্রতারিত গ্রাহকদের অর্থ ফেরত দেয়া সম্ভব: বাণিজ্যমন্ত্রী
৩ বছর আগে