চাচি-ভাতিজার মৃত্যু
সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে চাচি-ভাতিজার মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে চাচি-ভাতিজার মৃত্যু হয়েছে। উপজেলার বিলনাদো গ্রামে সোমবার সন্ধ্যায় এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন।
মৃতরা হলেন-ওই গ্রামের বাঁশি আকন্দের স্ত্রী মর্জিনা খাতুন (৫০) ও ভাতিজা দেছের আকন্দের ছেলে রফিকুল ইসলাম (৩০)।
আরও পড়ুন: খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, আবেদনের প্রেক্ষিতে দেছের আকন্দ ও বাঁশি আকন্দ বাড়িতে পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন বিদ্যুৎ সংযোগ দিতে যায়। কিন্তু প্রতিবেশি আবুল কাশেম তার বাড়ির ওপর দিয়ে বিদ্যুতের তার নিতে না দেয়ায় বিদ্যুৎ অফিসের লোকজন ফিরে যান। সোমবার সন্ধ্যায় রফিক ও মর্জিনা বাড়িতে নিজেরাই বিদ্যুৎ সংযোগ নেয়ার জন্য সিমেন্টের খুঁটি পোঁতার সময় ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে লেগে ভাতিজা রফিক বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় উদ্ধারের জন্য মর্জিনা তাকে টেনে ছাড়ানোর চেষ্টা করে। এসময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
আরও পড়ুন: স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু
ওসি জানান, এ ঘটনার পর পল্লী বিদ্যুৎ সমিতি অফিস থেকে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাতেই তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মঙ্গলবার সকালে লাশ দুটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
৩ বছর আগে