চাকরির বিজ্ঞাপন
ফেসবুকে চাকরির লোভনীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: গ্রেপ্তার ৩
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চাকরির লোভনীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে নারায়ণগঞ্জে দুটি প্রতারণামূলক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও এমডিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য জানান।
এ ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
এর আগে গত মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকায় প্রতারণামূলক প্রতিষ্ঠান এন.আর.এস ফোর্স সিকিউরিটি সার্ভিস লিমিটেডের অফিসে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম (৩১) এবং এমডি মো. সাইফুল ইসলামকে (২৮) প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করা অবস্থায় গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ৭০টি ভিজিটিং কার্ড, ২০টি চাকরি প্রত্যাশীদের ভর্তি ফরম, একটি সীল, অফিস শর্তাবলীর ২০টি অঙ্গীকারনামা, তিন জোড়া সিকিউরিটি ইউনিফর্ম ও দুটি আয়-ব্যয়ের রেজিস্টার জব্দ করা হয়। পাশাপাশি চাকরি প্রত্যাশী আটজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
এন.আর.এস ফোর্স সিকিউরিটি সার্ভিস লিমিটেড প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও এমডি’র কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে একই দিনে র্যাব-১১ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন চাষাঢ়া তোলারাম কলেজ রোড এলাকায় অপর একটি প্রতারণামূলক প্রতিষ্ঠান এম.আর.এম ফোর্সেস সিকিউরিটি সার্ভিস লিমিটেডের অফিসে অভিযান পরিচালনা করে। এ সময় প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করা অবস্থায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. রায়হানকে (৩০) গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি সীল, ২০টি চাকরি প্রত্যাশীদের স্বহস্তে পূরণ করা ভর্তি ফরম, দুটি এটিএম কার্ড, চারটি টাকার রশিদ ও তিনটি আয়-ব্যয়ের রেজিস্টার জব্দ করা হয়।
জানা যায়, গত ছয় মাসে এ প্রতিষ্ঠানটি ১২ শতাধিক মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেয়।
এদিকে রিয়াজুল, স্মৃতি আক্তার, রাব্বি, রাবেয়াসহ একাধিক ভুক্তভোগী জানায়, তারা ফেসবুকে বিজ্ঞাপন দেখে চাকরির জন্য গেলে প্রথমে তাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ এক হাজার ৫০ টাকা রাখে। পরবর্তীতে বিভিন্ন ধাপে সাড়ে সাত হাজার থেকে ১৫ হাজার টাকা তাদের কাছ থেকে হাতিয়ে নিলেও চাকরি দেয়নি।
আরও পড়ুন: ই-অরেঞ্জের মালিকসহ ৭ জনের বিরুদ্ধে চট্টগ্রামে প্রতারণা মামলা
নেত্রকোণায় চাকরি দেয়ার নামে ‘প্রতারণা’, গ্রেপ্তার ৩
চট্টগ্রামে প্রতারণার অভিযোগে গাড়ি আমদানিকারক গ্রেপ্তার
৩ বছর আগে