র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)
ফারদিন নূর: র্যাব, ডিবি'র তদন্তে আস্থা প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পুলিশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও গোয়েন্দা শাখা (ডিবি) সঠিক বিশ্লেষণের পরই নিশ্চয় বুয়েট ছাত্র ফারদিন নূর পরশের মৃত্যুর কারণ উদঘাটন করেছে।
শুক্রবার বিজয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ফারদিনের আত্মহত্যার বিষয়ে ডিবির প্রতিবেদনের বিষয়ে মন্ত্রী বলেন, ‘এই মামলায় র্যাব ও ডিবি পুলিশ কাজ করছে। তারাই ভালো বলতে পারবে।’
আরও পড়ুন: ফারদিন আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে: বাবার দাবি
ফারদিনের মৃত্যুতে বুশরার যোগসূত্র নেই, আদালতকে অবহিত করবে ডিবি: হারুন
২ বছর আগে
রাজধানীতে মানব পাচার চক্রের ‘হোতা’ টুটুলসহ গ্রেপ্তার ৮
রাজধানীর বাড্ডা থেকে বুধবার ভোরে মানব পাচারকারী চক্রের ‘হোতা’ টুটুলসহ আট জনকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটক ব্যক্তিরা হলেন, মেহেরপুরের সাইফুল ইসলাম ওরফে টুটুল (৩৮), জাহাঙ্গীর আলম (৩৮), লাল্টু ইসলাম (২৮), রংপুরের তৈয়ব আলী (৪৫), গোপালগঞ্জের শাহ মোহাম্মাদ জালাল উদ্দিন লিমন (৩৮), পটুয়াখালীর মারুফ হাসান (৩৭), শরীয়তপুরের আলামিন হোসেন (৩০) এবং কুষ্টিয়ার আবদুল্লাহ আল মামুন (৫৪)।
র্যাব-৪ এর একটি দল টুটুল ওভারসিজ, লিমন ওভারসিজ ও লয়াল ওভারসিজসহ চারটি ট্রাভেল এজেন্সিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ১০টি পাসপোর্ট, সাতটি ফাইল, ৪টি সিল, ১৭টি মুঠোফোন, ৫টি নিবন্ধন খাতা, ৩টি সিম কার্ড,৪টি ব্যাংকের চেক বই, ২টি কম্পিউটার এবং নগদ ১০ হাজার ৭০০ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: মানবপাচার প্রতিরোধে সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে: পররাষ্ট্র সচিব
র্যাব অধিদপ্তর জানায়, মেহেরপুরের গাংনীতে মুদি দোকানদার ছিলেন টুটুল এবং মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত হয়ে ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিভিন্ন দেশে লোক পাঠাতেন। পরবর্তীতে তিনি তিনটি ট্রাভেল এজেন্সি খুলেছিলেন এবং মানুষের কাছ থেকে কয়েক লাখ টাকা নেয়ার পর বিভিন্ন দেশে লোক পাঠিয়েছিলেন।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
আরও পড়ুন: নড়াইলে মানব পাচারের অভিযোগে ২ তরুণ আটক
৩ বছর আগে