ই-কমার্স কেলেঙ্কারি
ই-কমার্স কেলেঙ্কারির সঙ্গে আ.লীগের লোকেরা জড়িত: বিএনপি
ই-কমার্সের নামে অনলাইন ক্রেতাদের কাছ থেকে টাকা আত্মসাতের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের সদস্যরা জড়িত বলে অভিযোগ করেছে বিএনপি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ই-কমার্সের নামে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করা হয়েছে। ই-কমার্সে কারা লুটপাটকারী? কারা তাদের প্রশয় ও নিরাপত্তা দিচ্ছে? ক্ষমতাসীন দলের লোকেরা এর সঙ্গে জড়িত।’
বুধবার ঢাকা রিপোটার্স ইউনিটি কার্যালয়ে বিএনপি নেতা আফসার আহমেদ সিদ্দিকির ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় তিনি এ অভিযোগ করেন।
এ সময় মির্জা ফখরুল আরও বলেন, ‘এমনকি ব্যাংক খাতও ঝুঁকিতে রয়েছে। আপনি যদি ব্যাংকারদের সঙ্গে কথা বলেন, তাহলে বাস্তব চিত্র সম্পর্কে ধারণা পাবেন। আমার এক বড় অর্থনীতিবিদ বন্ধু আছে। তিনি এ ব্যবস্থা ভালোভাবে জানেন। তিনি বলেছেন, যারা ব্যাংকে টাকা রেখেছে কিংবা ব্যাংকের সঙ্গে জড়িত তারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত কেননা সব ব্যাংকই দেউলিয়ার সম্মুখীন।’
ব্যাংকের পরিচালকরা আওয়ামী লীগের লোক উল্লেখ করে ক্ষমতাসীন দলের লোক ছাড়া কেউ ব্যাংক থেকে ঋণ পায় না বলেও অভিযোগ করেছেন মির্জা ফখরুল।
আরও পড়ুন: ই-কমার্স নিয়ে সরকারের পদক্ষেপ জানতে চায় হাইকোর্ট
ইভ্যালি ও ই-অরেঞ্জের মতো ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: ডিএমপি
ই-কমার্স বন্ধ নয়, শৃঙ্খলা আনতে রেগুলেটরি অথরিটি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
৩ বছর আগে