সেরা অভিনেত্রী
অস্কার ২০২২:সেরা অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন
চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে এবার সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জেসিকা চ্যাস্টেইন। ‘দ্য আইজ অব টেমি ফায়ে’ সিনেমায় বাকেরের চরিত্রে অভিনয়ের জন্য অস্কার জিতলেন এই অভিনেত্রী।
এবারই প্রথম অস্কার জিতেছেন জেসিকা। এর আগে তিনি ২০১৩ সালে ‘জিরো ডার্ক থার্টি’ও ২০১২ সালে ‘দ্য হেল্প’ সিনেমার জন্য মনোনীত হয়েছিলেন।
আরও পড়ুন: অস্কার ২০২২: সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম ‘ড্রাইভ মাই কার’
সেরা অভিনেত্রী বিভাগে এবারের মনোনয়ন তালিকায় আরও ছিলেন অলিভিয়া কোলম্যান, পেনেলোপি ক্রুজ, নিকোল কিডম্যান ও ক্রিস্টেন স্টুয়ার্ট।
২ বছর আগে
অ্যাপসা’য় সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন বাঁধন
‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন ১৪তম এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডের (অ্যাপসা) ‘সেরা অভিনেত্রী’ বিভাগের জন্য মনোনীত হয়েছেন।
বুধবার অ্যাপসার অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, আসন্ন সংস্করণের পুরস্কারের জন্য বাঁধনকে বিশেষ বিভাগে মনোনীত করা হয়েছে, যিনি আবদুল্লাহ মোহাম্মদ সাদের দ্বিতীয় পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ -এ অভিনয়ের জন্য প্রশংসিত হন।
আরও পড়ুন: স্কুইড গেম: বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা নেটফ্লিক্স অরিজিনাল কোরিয়ান ওয়েব সিরিজ
তালিকায় বাঁধনের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন আলেনা ওয়াইভি, ভ্যালেন্টিনা রোমানোভা সিসকাইরি, লিয়া পার্সেল ও এসি ডেভিস।
আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, মিশর, হংকং, ভারত, ইরাক, ইরান, ইসরাইল, জাপান, লেবানন, নিউজিল্যান্ড, কাতার, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, সৌদি আরব, থাইল্যান্ড, তুরস্ক এবং প্রথমবারের মতো ভিয়েতনাম সহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের ২৫টি দেশ অ্যাপসা এর ১৪তম সংস্করণে মনোনয়ন পেয়েছে।
আরও পড়ুন: বিশিষ্ট নাট্যকার ড. ইনামুল হক আর নেই
আগামী ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের সাফার প্যারাডাইস শহরের হোম অব দ্যা আর্টস -এ ১৪ তম অ্যাপসা অনুষ্ঠানের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে যা সারা বিশ্বে সরাসরি সম্প্রচার করা হবে।
অ্যাপসা ওয়েবসাইটে বাঁধনের প্রশংসা বলা হয়েছে, ‘আজমেরী হক বাঁধন বাংলাদেশের একজন সুপরিচিত মডেল এবং টেলিভিশন অভিনেত্রী যার ক্যারিয়ার শুরু হয়েছিল জনপ্রিয় একটি সৌন্দর্য প্রতিযোগিতায় (লাক্স-চ্যানেল আই সুপারস্টার-২০০৬) রানার আপ পুরস্কারটি জেতার পর। রেহানা মরিয়ম নূর তার প্রথম চলচ্চিত্র যেখানে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন এবং এটি কান চলচ্চিত্র উৎসব-এ নির্বাচিত হওয়া প্রথম বাংলাদেশি চলচ্চিত্র।’
আরও পড়ুন: ‘প্রাণবিক বন্ধু’ তালিকায় দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান
৩ বছর আগে