জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ
দেশদ্রোহী চক্র ষড়যন্ত্রমূলকভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে: হুইপ সাঈদ
দেশদ্রোহী চক্র ষড়যন্ত্রমূলকভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ।
তিনি বলেন, ‘বাংলাদেশের সব ধর্মের লোকজনই স্বাধীনভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করে আসছে। হঠাৎই একটি দেশদ্রোহী চক্র দেশ বিরোধী কার্যক্রম বাস্তবায়ন করতে এখানে ষড়যন্ত্রমূলকভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে।’
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর নানুয়ার দীঘির পাড়ে পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় হুইপ স্বপন আহত
এ সময় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ, খনিজ সম্পদ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ওয়াসিকা খানমসহ কুমিল্লা জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতরা উপস্থিত ছিলেন।
এদিকে কুমিল্লার ঘটনায় এখন পর্যন্ত ৪৩ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন।
আরও পড়ুন: হুইপের বিপক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় ‘যুবলীগ নেতা’ গ্রেপ্তার
বৃহস্পতিবার ঘটনাস্থল পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।
ডিআইজি বলেন, কুমিল্লার ঘটনা অবশ্যই উস্কানিমূলক। এ ঘটনায় কুমিল্লাতে মোট ৪৩ জনকে আটক করা হয়েছে। এখনও এ ব্যপারে কোন মামলা হয়নি।
আরও পড়ুন: ক্লাবগুলোতে তাস খেলা বন্ধ করলে ছেলেরা রাস্তায় ছিনতাই করবে: হুইপ
উল্লেখ্য, গত বুধবার ভোরে কুমিল্লা নগরীর নানুয়ার দীঘির পাড়ে একটি পূজামণ্ডপে প্রতিমার পায়ের কাছে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ পাওয়ার অভিযোগ উঠে। এ ঘটনায় শহরে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশের সাথে বিক্ষুব্ধদের সংঘর্ষ হয়।
৩ বছর আগে