কোষাধ্যক্ষসহ চার শিক্ষক
বিশ্বসেরা গবেষকদের তালিকায় কুবি কোষাধ্যক্ষসহ ৪ শিক্ষক
অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত চলতি বছরের বিশ্বসেরা গবেষকদের তালিকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কোষাধ্যক্ষসহ চার জন শিক্ষক স্থান পেয়েছেন।
গত ১০ অক্টোবর (রবিবার) বিশ্বসেরা গবেষকদের ১২টি ক্যাটাগরি এই তালিকা প্রকাশ করা হয়।
তালিকায় স্থান পাওয়া শিক্ষকরা হলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। তিনি বাংলাদেশি গবেষকদের মধ্যে ১৭৯৩তম ও ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষকদের মধ্যে ১৫৩ তম স্থান অর্জন করেছেন। অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষক।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে কুবির প্রশাসনিক ভবনে তালা
এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষকদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, সহযোগী অধ্যাপক মো. তোফায়েল হোসেন মজুমদার, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. খলিলুর রহমান এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিক স্থান পেয়েছেন।
বৃহস্পতিবার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আরও বেশি করে গবেষণায় মনোনিবেশ করার ইচ্ছে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন প্রজেক্টে গবেষণায় বরাদ্দ রেখেছেন। তার কারণে গবেষকরা উঠে এসেছেন। আগামীতে আরও বেশি বরাদ্দ প্রত্যাশা করছি।’
আরও পড়ুন: পরীক্ষার দাবিতে কুবি শিক্ষার্থীদের মানববন্ধন
উল্লেখ্য, তালিকায় ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২০৬টি দেশের গবেষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ৭ লাখ ৮ হাজার ৫৬১ জন গবেষক স্থান পেয়েছেন। মোট এক হাজার ৭৯৪ জন বাংলাদেশি গবেষক এতে স্থান পেয়েছেন। সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে র্যাংকিংটি প্রকাশ করেছে।
৩ বছর আগে