ইরাব
সাংবাদিক গ্রেপ্তার ও মামলা দায়েরের ঘটনায় ইরাব’র উদ্বেগ
দৈনিক প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামসকে বাসা থেকে তুলে নিয়ে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দায়ের এবং পত্রিকাটির সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন বাংলাদেশ (ইরাব)।
একই সঙ্গে দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাহবুবুল আলম লাবলুর বিরুদ্ধে চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয়েছে।
ইরাব সভাপতি মীর মোহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক ফারুক হোসাইন এক বিবৃতিতে এসব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সব সাংবাদিকের মুক্তি এবং বিভিন্ন সময়ে দেশে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনের ঘটনার বিচারের দাবি জানান ইরাব’র নেতারা।
আরও পড়ুন: সাংবাদিক মাহবুব আলম লাবলুর বিরুদ্ধে মামলায় বিএসআরএফ’র উদ্বেগ
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের উদ্বেগ
১ বছর আগে
ইরাবের নতুন সভাপতি জসিম, সাধারণ সম্পাদক ফারুক
এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) ২০২২-২৩ কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মীর মোহাম্মদ জসিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের ফারুক হোসাইন।
বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ইরাবের বার্ষিক সাধারণ সভায় তিনজন জ্যেষ্ঠ শিক্ষা সাংবাদিক নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন।
আরও পড়ুন: ইরাবের নতুন কমিটি: সভাপতি নিজাম, সাধারণ সম্পাদক সুমন
এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি সাব্বির নেওয়াজ। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য হলেন দৈনিক ইত্তেফাকের নিজামুল হক এবং দৈনিক দেশ রুপান্তরের শরীফুল আলম সুমন। কমিটির সদস্যরা আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।
ইরাবের ৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি দৈনিক আমাদের সময়ের এম এইচ রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক দ্য বিজনেস পোস্টের সোলাইমান সালমান, অর্থ সম্পাদক বণিক বার্তার সাইফ সুজন, সাংগঠনিক সম্পাদক দৈনিক মানবজমিনের পিয়াস সরকার এবং দপ্তর ও প্রচার সম্পাদক বাংলাদেশ জার্নালের আসিফ কাজল।
এছাড়া, দৈনিক যায়যায় দিনের আমানুর রহমান এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সেলিনা শিউলি কার্যনির্বাহী সদস্য হয়েছেন। বার্তা প্রেরক আসিফ কাজল দপ্তর ও প্রচার সম্পাদক এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)।
আরও পড়ুন: সিজেএফডির নতুন কমিটি : মামুন আবদুল্লাহ সভাপতি, তৌহিদ সম্পাদক
সার্চ কমিটির মাধ্যমেই গঠিত হবে ইসি: আইনমন্ত্রী
২ বছর আগে
এ মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা: শিক্ষামন্ত্রী
চলতি মাসে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা আসবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (৩ ফ্রেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর হেয়ার রোডের নিজ বাসায় এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন, বাংলাদেশ (ইরাব)’-এর নেতাদের সঙ্গে মতবিনিয়ম সভায় তিনি এ তথ্য জানান।সভায় ইরাবের সভাপতি নিজামুল হক ও সাধারণ সম্পাদক শরীফুল আলম সুমনসহ সংগঠনের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।জানা গেছে, গত বছরের ১০ অক্টোবর থেকে এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন নেয়া শুরু হয়। ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ ছিল। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নিম্ন মাধ্যমিক স্কুল, মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজ মিলিয়ে সাড়ে চার হাজারের বেশি আবেদন পড়েছে। আর কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে প্রায় তিন হাজার ৯০০ মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন করেছে। আবেদন করা মোট সাড়ে আট হাজার প্রতিষ্ঠানের ৯০ হাজার শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তির জন্য অপেক্ষা করছেন।শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আবেদন পাওয়ার পর তা যাচাই-বাছাইয়ের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়। তাঁরা অবকাঠামো ও জমির কাগজপত্র যাচাই-বাছাই শেষ করেছেন। এরপর বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে আবেদন করা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা, পরীক্ষার্থীর সংখ্যা, ফলাফল ও স্বীকৃতি নবায়নের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
আরও পড়ুন: আমরা আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চাই না: শিক্ষামন্ত্রী
আগামী বছর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দু’দিন: শিক্ষামন্ত্রী
২ বছর আগে
ইরাবের নতুন কমিটি: সভাপতি নিজাম, সাধারণ সম্পাদক সুমন
শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন, বাংলাদেশ (ইরাব)’এর ২০২১-২২ কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে নিজামুল হক নিজাম (দৈনিক ইত্তেফাক) এবং সাধারণ সম্পাদক পদে শরীফুল আলম সুমন (দৈনিক কালের কণ্ঠ) নির্বাচিত হয়েছেন৷
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গাজীপুরের একটি রিসোর্টে নির্বাচন শেষে এই কমিটি ঘোষণা করা হয়।
নির্বাচিত অন্যরা হলেন-সহ সভাপতি সেলিনা শিউলী (বাসস), যুগ্ম সাধারণ সম্পাদক এম এম জসিম (বিজনেস স্ট্যান্ডার্ড), কোষাধ্যক্ষ এম এইচ রবিন (দৈনিক আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক সাইফ সুজন (বণিক বার্তা), দপ্তর সম্পাদক সোলাইমান সালমান (ডেইলি সান), প্রচার ও প্রকাশনা সম্পাদক রশীদ আল রুহানী (শিক্ষা বার্তা), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আবু বকর ইয়ামিন (রাইজিংবিডি) ও আইসিটি বিষয়ক সম্পাদক পিয়াস সরকার (মানবজমিন)।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে সাব্বির নেওয়াজ (দৈনিক সমকাল), ফারুক হোসাইন (দৈনিক ইনকিলাব) ও রকিবুল হক (আলোকিত বাংলাদেশ) নির্বাচিত হয়েছেন।
তিন সদস্যের নির্বাচন কমিশন এ ফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনার ছিলেন যায় যায় দিনের সিনিয়র রিপোর্টার আমানুর রহমান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী ও জাগো নিউজের স্টাফ রিপোর্টার মুরাদ হুসাইন।
এর আগে ইরাবের বিদায়ী কমিটির সভাপতি সাব্বির নেওয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফুল আলম সুমনের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
পড়ুন: সিজেএফডির নতুন কমিটি : মামুন আবদুল্লাহ সভাপতি, তৌহিদ সম্পাদক
সার্চ কমিটির মাধ্যমেই গঠিত হবে ইসি: আইনমন্ত্রী
৩ বছর আগে