পাচারকারি
ফকিরহাটে বাঘের চামড়াসহ আটক ২
বাগেরহাটের ফকিরহাটে একটি রয়েল বেঙ্গল টাইগারের চামড়া উদ্ধার করেছে র্যাব। এসময় বাঘের চামড়া পাচারকারি চক্রের দুই সদস্যকে আটক করা হয়।
শনিবার রাত সোয়া ১০টার দিকে র্যাব খুলনা-৬ এর সদস্যরা জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী বাজার এলাকায় ওই অভিযান চালায়।
আটকরা হলেন, খুলনার ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের কোরেশ মাহমুদের ছেলে মো. আজিজুর রহমান (৪৫) এবং সোনাডাঙ্গা থানার গ্রামিন আবাসিক এলাকার মো. জামাল খানের ছেলে মো. সাইদ খান (৩৫)।
রবিবার সন্ধ্যায় র্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আরও পড়ুন: সুন্দরবনে হরিণের মাংস, ফাঁদসহ আটক ১০
এতে বলা হয়, র্যাব খুলনার একটি অভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধমে জানতে পারে যে, শনিবার রাত সোয়া ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী বাজার এলাকায় কতিপয় চোরাকারবারি বাঘের চামড়া ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান পরিচালনা করেন। র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা পাচারকারি চক্রের সদস্য আজিজুর রহমান এবং সাইদ খানকে আটক করে। এসময় তাদের হেফাজত থেকে একটি বাঘের চামড়া উদ্ধার করা হয়।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আনাম জানান, একটি বাঘের চামড়াসহ আটক দুজনকে র্যাবের পক্ষ থেকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে র্যাব সদস্যরা বাদী একটি মামলা দায়ের করেছেন।
পড়ুন: বাগেরহাটে হরিণের ১৮ চামড়াসহ দুই পাচারকারি আটক
২ বছর আগে
বাগেরহাটে হরিণের ১৮ চামড়াসহ দুই পাচারকারি আটক
বাগেরহাটে হরিণের ১৮টি চামড়াসহ পাচারকারি সিন্ডিকেটের দুই সদস্যকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার বারাকপুর বাজারের কাশেম প্লাজা মার্কেটে অভিযান চালিয়ে হরিণের চামড়াসহ হাতেনাতে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও দুই হাজার টাকা জব্দ করা হয়েছে। শুক্রবার বিকালে খুলনা র্যাব-৬ এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আটক দুই ব্যক্তি হলেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বহরবুনিয়া গ্রামের রফিজ উদ্দিনের ছেলে আব্দুল হাকিম (৫০) ও পার্শ্ববর্তী শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আলী মিয়া হাওলাদারের ছেলে কামরুল ইসলাম (৩৫)। তারা হরিণের মাংস ও চামড়া পাচারকারি সিন্ডিকেটের সদস্য বলে জানিয়েছে র্যাব।
৩ বছর আগে