মাদক সিন্ডিকেটের অন্যতম হোতা আটক
ঢাকায় মাদক সিন্ডিকেটের অন্যতম হোতাসহ আটক ২
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) শনিবার দাবি করেছে, নিষিদ্ধ মাদকদ্রব্যসহ একটি মাদক সিন্ডিকেটের হোতাসহ দু’জনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন, কক্সবাজারের টেকনাফের মো. ইউনুছের ছেলে ও টেকনাফ আইস সিন্ডিকেটের অন্যতম হোতা মো. হোছেন ও ওরফে খোকন (৩৩) এবং একই উপজেলার মো. সুলতানের ছেলে মোহাম্মদ রফিক (৩২)।
গোয়েন্দা সূত্র জানায়, পাশ্ববর্তী দেশ হতে মাদক আইস বাংলাদেশে আসছে। ফলশ্রুতিতে র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা এবং র্যাব-১৫ এর একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে খোকন ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: চট্টগ্রামে ‘আইস’ জব্দ, রোহিঙ্গাসহ আটক ২
র্যাবের সদর দপ্তরের পুলিশ সুপার (এসপি, মিডিয়া) ইমরান খান বলেন, ‘আমরা তাদের কাছ থেকে পাঁচ কেজি আইস, অস্ত্র ও গুলি জব্দ করেছি। জব্দকৃত আইসের বাজার মূল্য প্রায় ১২ কোটি ৫৬ লাখ টাকা।
এছাড়াও তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গোলাবারুদ, দুটি মোবাইল, তিনটি দেশি/বিদেশি সিমকার্ড এবং মাদক ব্যবসায় ব্যবহৃত ২০ হাজার টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা টেকনাফ কেন্দ্রিক মাদক সিন্ডিকেটের সদস্য। এই চক্রটি বিগত প্রায় কয়েক বছর ধরে অবৈধ মাদক ইয়াবার কারবার করে আসছে। সিন্ডিকেটে ২০-২৫ জন যুক্ত রয়েছে।’
আরও পড়ুন: মীরসরাইয়ে ‘আইস’সহ তরুণী আটক
র্যাব জানায়, নিরাপদ পথ হিসেবে তারা মাদক বহনের জন্য নদী পথ ব্যবহার করেছে। ঢাকার উত্তরা, বনানী, গুলশান, ধানমন্ডি ও মোহাম্মদপুরসহ বেশ কয়েকটি এলাকায় তাদের সিন্ডিকেট সদস্য রয়েছে বলে জানায়।
গ্রেপ্তার মো. হোছেন ওরফে খোকনের নামে বিভিন্ন থানায় অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
এসপি ইমরান বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
৩ বছর আগে