সশরীরে ক্লাস
ঢাবিতে সব বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব বর্ষের শিক্ষার্থীদের সশরীরে শ্রেণি কার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী সব ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া এ দিন থেকে বিশ্ববিদ্যালয়ের সব অফিসও খোলা থাকবে।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি শুধু প্রথম বর্ষের শিক্ষার্থীদের ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরুর কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ঢাবির এ এফ রহমান হলে শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ
বাদ দেয়া হচ্ছে না ঢাবির ‘ঘ’ ইউনিট
২ বছর আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু
করোনার কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর সোমবার কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সশরীরে ক্লাস শুরু হয়েছে।
এর আগে গত ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ২৬৩তম সিন্ডিকেট সভায় সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
ক্যাম্পাস সূত্র জানায়, প্রায় ১০টি বিভাগ করোনার স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস নিয়েছে। উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিয়েছেন।
দীর্ঘদিন পর ক্লাসের যোগদান করে খুশি শিক্ষার্থীরা।
গত ৯ অক্টোবর আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল হল খুলে দেয়া হয়। তবে করোনার টিকার কমপক্ষে এক ডোজ নেয়া শিক্ষার্থীদেরই শুধু হলে উঠার অনুমতি দেয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ইবিতে গুচ্ছ পদ্ধতিতে 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে ইবিতে প্রতিবাদ সমাবেশ
২০ অক্টোবর হচ্ছে না ইবির সশরীরে ক্লাস
৩ বছর আগে
২০ অক্টোবর হচ্ছে না ইবির সশরীরে ক্লাস
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আগামী ২০ অক্টোবরের পরিবর্তে ২৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে সশরীরে ক্লাস।
রবিবার ইবির তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার সাহেদ হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২০ অক্টোবর পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ছুটি ঘোষণা করায় ওই দিন বন্ধ থাকবে ইবি। ফলে ২০ অক্টোবর পরিবর্তে ২৫ অক্টোবর সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২ নভেম্বর
এ ব্যাপারে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আতাউর রহমান বলেন, সরকারিভাবে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে ছুটি ঘোষণা করায় আমরাও ওই দিনটি বিশ্ববিদ্যালয় বন্ধ রেখেছি।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় ৯ অক্টোবর হল এবং ২০ অক্টোবর থেকে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন: অনলাইনে পরীক্ষা নেবে ইসলামী বিশ্ববিদ্যালয়
৩ বছর আগে
ঢাবিতে রবিবার থেকে সশরীরে ক্লাস শুরু
করোনার কারণে প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর আগামীকাল রবিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সশরীরে ক্লাস শুরু হবে।
গত ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে ৫ অক্টোবর কমপক্ষে করোনার এক ডোজ টিকা নেয়া স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের আবাসিক হলে উঠার অনুমতি দেয় ঢাবি কর্তৃপক্ষ। পরে করোনার সব স্বাস্থ্যবিধি মেনে প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরও ১০ অক্টোবর থেকে হলে উঠার অনুমতি দেয়া হয়।
গত ২৮ সেপ্টেম্বর উপাচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সভায় প্রভোস্ট স্টেন্ডিং কমিটি ও একাডেমিক কাউন্সিল আবাসিক হল খোলার সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশে করোনা শনাক্ত হওয়ার পর গত বছরের ২০ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধ ছিল।
আরও পড়ুন: সকল শিক্ষার্থীর জন্য খুলেছে ঢাবির হল, থাকবে না গণরুম
ঢাবিতে সশরীরে ক্লাস শুরু ১৭ অক্টোবর
সোমবার থেকে টিকা কার্যক্রম শুরু করছে ঢাবি
৩ বছর আগে