শেখ রাসেল মেমোরিয়াল র্যাপিড দাবা টুর্নামেন্ট
শেখ রাসেল মেমোরিয়াল র্যাপিড দাবা টুর্নামেন্ট আয়োজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দিনব্যাপী শেখ রাসেল মেমোরিয়াল র্যাপিড দাবা টুর্নামেন্ট-২০২১ এর আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার সকালে ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর পররাষ্ট্রমন্ত্রী এবং গ্রান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ একটি প্রীতি ম্যাচে অংশ নেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, গ্রান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ ও গ্রান্ড মাস্টার জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়, ফরেন সার্ভিস একাডেমি এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শেখ রাসেলের ওপর প্রকাশিত গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
৩ বছর আগে