বাংলাদেশ মহিলা জজ এসোসিয়েশন
ইউএনডিপি ও বাংলাদেশ মহিলা জজ এসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক সই
নারীর প্রতি সহিংসতা অবসানে যৌথভাবে কাজ করার লক্ষ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও বাংলাদেশ মহিলা জজ এসোসিয়েশনের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
শনিবার রাজধানীর একটি হোটেলে এই সমঝোতা স্মারক সই অনুষ্ঠান হয়। ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি ভ্যান নুয়্যান ও বাংলাদেশ মহিলা জজ এসোসিয়েশনের সভাপতি হোসনে আরা বেগম স্ব স্ব সংস্থার পক্ষ থেকে সমঝোতা স্মারকে সই করেন।
কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতিতে জেন্ডার-ভিত্তিক সহিংসতার শিকারদের আইনী সুরক্ষা প্রদানে এই যৌথ উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে ইউএনডিপি ও বাংলাদেশ মহিলা জজ এসোসিয়েশনের নেতারা আশা প্রকাশ করেন।
এই সমঝোতার অংশ হিসেবে দুটি সংস্থা জেন্ডার-ভিত্তিক সহিংসতার শিকারদের সুরক্ষা প্রদানে বিদ্যমান আইনে সুবিধা ও চ্যালেঞ্জগুলো বিশ্লেষণ করবে। বিদ্যমান বিচারিক সুবিধার উন্নয়নের পাশাপাশি উভয় সংস্থা সহিংসতার শিকারদের জন্য অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা প্রণয়নে গবেষণা কার্যক্রম পরিচালনার সুযোগ দিবে এই সমঝোতা স্মারক।
আলোচনায় অংশ নিয়ে ইউএনডিপি বাংলাদেশের পক্ষে ভ্যান নুয়্যান বাংলাদেশ মহিলা জজ এসোসিয়েশনের সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘বাংলাদেশ মহিলা জজ এসোসিয়েশনের সাথে কাজ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ; আশা করি আগেকার কাজগুলোর মত এবারও আমরা জেন্ডার-ভিত্তিক সহিংসতার শিকারদের আইনী সুরক্ষা প্রদানে সফল হব।’ তিনি আশা প্রকাশ করেন যে এই পার্টনারশীপ নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ মহিলা জজ এসোসিয়েশনের সভাপতি হোসনে আরা বেগম ইউএনডিপিকে অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। নারীর বিচারিক ক্ষমতায়নে এই উদ্যোগ মাইলফলক হয়ে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় ইউএনডিপি ও বাংলাদেশ মহিলা জজ এসোসিয়েশনের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ইউএনডিপি, স্কাউটসের উদ্যোগে পশুর হাটে মাস্ক বিতরণ
মাই-রেসপন্স: সাইবার বুলিং বন্ধে ইউএনডিপির অন্যন্য উদ্যোগ
১০০ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যসীমায় যেতে পারে: ইউএনডিপি
৩ বছর আগে