নুরুজ্জামান আহমেদ
আট বিভাগে প্রতিবন্ধীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান তৈরির লক্ষ্যে দেশের আট বিভাগে সমন্বিত প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হচ্ছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) গাজীপুর জেলার টঙ্গীতে অবস্থিত শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের মূল ফটক, গভীর নলকূপ, প্লাস্টিক চেয়ার ও ঝুড়ি উৎপাদনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
আরও পড়ুন: পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নকে প্রাধান্য দেয়া হবে: সমাজকল্যাণমন্ত্রী
মন্ত্রী বলেন, মৈত্রী শিল্প রুগ্ন দশা থেকে লাভজনক শিল্পে পরিণত হচ্ছে। প্রতিবন্ধীদের কল্যাণে জেলা পর্যায়ে মৈত্রী শিল্পের প্লান্ট স্থাপন করা হবে। এ প্লান্টে মৈত্রী চেয়ার ও ঝুড়ি তৈরি এটিকে আরও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করবে।
মন্ত্রী মৈত্রী শিল্প উৎপাদিত পানি প্রসঙ্গে তিনি বলেন, সারাদেশে মুক্তা পানির ব্যাপক কদর রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেও এ পানি সরবরাহ করার কাজ চলছে। দেশের গণ্ডি পেরিয়ে মুক্তা ব্র্যান্ডের পানি বিদেশেও ছড়িয়ে যাবে।
এর আগে মন্ত্রী শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের নবনির্মিত ফটক ‘সংশপ্তক’, ১০০০ ফুট গভীর নলকূপ, মৈত্রী প্লাস্টিক চেয়ার ও ঝুড়ি তৈরির কার্যক্রম উদ্বোধন করেন।
মন্ত্রী একই ক্যাম্পাসে অবস্থিত শারীরিক প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র (ইআরসিপিএইচ) এর কৃত্রিম অঙ্গ প্রস্তুতকরণ কার্যক্রম পরিদর্শন, বেইল প্রেস উদ্বোধন ও প্রশিক্ষণোত্তর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি প্রাপ্ত ১৮ জনের হাতে নিয়োগ পত্র তুলে দেন।
আরও পড়ুন: মানবকল্যাণ পদক পাচ্ছে বিদ্যানন্দসহ ৮ ব্যক্তি-প্রতিষ্ঠান: সমাজকল্যাণমন্ত্রী
সরকার হাতে হাতে ভাতা পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছে: সমাজকল্যাণমন্ত্রী
৫৫৫ দিন আগে
রাজধানীর হাসপাতালে ভর্তি সমাজকল্যাণমন্ত্রী
হৃদরোগে আক্রান্ত সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: জাকির হোসেন ইউএনবিকে জানান, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনার পর রবিবার বিকাল ৪টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।
শনিবার রাতে নিজ গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে অবস্থানকালে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন মন্ত্রী। পরে তাকে ভোর ৩টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। সেখানে কার্ডিওলজি বিভাগের প্রধান শাকিল গফুরের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নেন।
আরও পড়ুন: ফরিদপুরের হাসপাতালে ১০ শয্যার বিপরীতে ১৩৫ ডায়রিয়া রোগী ভর্তি
গফুর বলেন, মন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তিনি এখন ভালো আছেন। তাকে অধিকতর পরীক্ষা-নিরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।
গত ২৯ এপ্রিল ঈদ উদযাপন করতে নিজ বাড়ি লালমনিরহাট আদিতমারীতে যান নুরুজ্জামান আহমেদ। এ সময় তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
১০৫৫ দিন আগে
আজকের প্রবীণরাই দেশ গঠনে নেতৃত্ব দিয়েছেন: সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, আজকের প্রবীণরাই দেশ গঠনে নেতৃত্ব দিয়েছেন। তাদের অবদানকে অস্বীকার করার উপায় নেই। আজকের প্রবীণরাই মহান মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন।
১৬৩৯ দিন আগে
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নকে প্রাধান্য দেয়া হবে: সমাজকল্যাণমন্ত্রী
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নকে প্রাধান্য দেয়া হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
১৬৫৭ দিন আগে
গুনগত মান ঠিক রেখে প্রকল্প বাস্তবায়ন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ সোমবার বলেছেন, গুনগত মান ঠিক রেখে প্রকল্প বাস্তবায়ন করতে হবে।
১৬৭৭ দিন আগে
২০২৫ সালের মধ্যে সব বয়স্ক নাগরিক ভাতা পাবেন: মন্ত্রী
দেশের সব প্রবীণ নাগরিককে ২০২৫ সালের মধ্যে বয়স্ক ভাতার আওতায় নিয়ে আসতে সরকারের পরিকল্পনা রয়েছে বলে মঙ্গলবার সংসদে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
১৮৭২ দিন আগে