বহির্বিশ্ব
অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের সমস্যার মুখে পড়তে হবে পরবর্তী সরকারকে: কুগেলম্যান
বাংলাদেশের পরবর্তী সরকারকে কেবল অভ্যন্তরীণ চ্যালেঞ্জই না, দেশের বাইরের সমস্যার মুখেও পড়তে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান। প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন, যুক্তরাষ্ট্রের নতুন ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্কের অনিশ্চয়তা ও আরকান বিদ্রোহীহের নিয়ন্ত্রণে মিয়ানমার সীমান্ত—এসব সংকটকে দেশের বাইরের সমস্যা হিসেবে দেখছেন তিনি।
সম্প্রতি মার্কিন প্রভাবশালী সাময়িকী ফরেন পলিসির সাউথ এশিয়া ব্রিফে এক লেখায় তিনি বলেন, ‘নির্বাচনের পর—সেটা যখনই হোক না কেন—ঢাকার জন্য সবকিছু সহজ হয়ে যাবে; বিষয়টি ঠিক এমন না।’
গেল সপ্তাহ ঢাকায় কাটিয়েছেন ওয়াশিংটনভিত্তিক উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিষয়ক এই পরিচালক। এক সময় ঢাকার সর্বত্র শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা হতো। সবকিছুতে তিনি সবাইকে ছাপিয়ে গিয়েছিলেন।
সেই কথা উল্লেখ করে কুগেলম্যান লিখেছেন, ‘দেশজুড়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এই নেতার প্রচুর ভাস্কর্য ও ম্যুরাল স্থাপন করা হয়েছিল। জনপরিসরে দেওয়া রাজনীতিবিদদের বক্তৃতায় তার নাম সবসময় স্মরণ করা হতো। কিন্তু আজ তাকে কোথাও পাওয়া যায় না, পুরো শহরজুড়ে এখন কেবল জেন জি বিপ্লবীদের স্মরণ করা হচ্ছে।’
আরও পড়ুন: ইউএনজি’র ৭৯তম অধিবেশন ড. ইউনূসের সরকারের জন্য বড় সুযোগ: কুগেলম্যান
ঢাকা সফরের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশের মানুষ ক্রমাগত অধৈর্য হয়ে পড়ছেন। গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারি প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন ও শাসন ব্যবস্থায় সংস্কারের উচ্চাভিলাষের অঙ্গীকার করলেও এখন পর্যন্ত তাদের সফলতা উল্লেখ করার মতো না।’
‘জননিরাপত্তার উন্নতি হয়েছে, যদিও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে কিছুটা প্রতিশোধমূলক সহিংসতা রয়ে গেছে,’ বলেন তিনি।
কুগেলম্যান বলেন, ‘অনেক পুলিশ কর্মকর্তা এখনো কর্মস্থলে যোগ দেননি। গত বছরের আন্দোলনে উজ্জীবিত অ্যাকটিভিস্টরা বিভিন্ন কারণে এখনো রাস্তায় জড়ো হচ্ছেন—আন্দোলন ও বিক্ষোভ করছেন।’
কিন্তু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীসহ অনেক বাংলাদেশিকে এখনো উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে বলে জানিয়েছেন এই গবেষক। বাংলাদেশের অর্থনীতি হোঁচট খাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘গত বছর হাসিনা শাসনের পতনের পর থেকে অর্থনীতির ক্রমাগত অবনতি ঘটছে।’
‘মুদ্রাস্ফীতি কমছে, কিন্তু এখনো সেটা দুই অঙ্কের কাছাকাছি। ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ছিল দুই শতাংশের নিচে। হাসিনা পালিয়ে যাওয়ার পরবর্তী তিন মাসে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) একাত্তর শতাংশ কমেছে,’ বলেন এই পররাষ্ট্র বিশেষজ্ঞ।
‘এসবের বাইরেও সরকারের সংস্কার প্রক্রিয়া নিয়ে জনগণের কাছে সীমিত তথ্য আছে। যদিও ব্যাংকিং ও সংবিধানসহ বিভিন্ন বিষয়ে কমিশন গঠন করা হয়েছে। কিন্তু কী লক্ষ্য নির্ধারণ করা হয়েছে; তা পরিষ্কার না,’ বলেন কুগেলম্যান।
তিনি আরও বলেন, ‘সরকার বলছে যে এ জন্য সময় লাগবে। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে দেশের শাসন ব্যবস্থা পুরোপুরি ভেঙে দিয়েছে হাসিনা। এখান থেকে বের হওয়ার সহজ রাস্তা নেই।’
জনগণের কাছ থেকে আনুষ্ঠানিক ম্যান্ডেটের ঘাটতি এই সরকারকে দুর্বল করে দেবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। তিনি বলেন, ‘গেল আগস্টে নতুন প্রশাসনকে স্বাগত জানিয়েছিল দেশের অধিকাংশ মানুষ। কিন্তু এটা কোনো নির্বাচিত সরকার না। যে কারণে এই সরকার যত দীর্ঘসময় ক্ষমতায় থাকবে, ততবেশি নির্বাচন দেওয়ার চাপের মুখে পড়বে।’
‘ঢাকায় যে কয়েকজন লোকের সাথে আমার আলাপ হয়েছে, সে অনুসারে বলতে পারি, দুটি গোষ্ঠী এখন নির্বাচন দেখতে চাচ্ছে: ব্যবসায়ী সম্প্রদায় ও সামরিক বাহিনী,’ বলেন দক্ষিণ এশিয়া বিষয়ক এই গবেষক।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘চলতি বছরের শেষ দিকে কিংবা আগামী বছরের জুনে নির্বাচন হতে পারে। কিন্তু এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সময়সীমা ঘোষণা করেনি সরকার।’
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একটি পরিপূর্ণ সংস্কার চাচ্ছেন—এবং নতুন একটি রাজনৈতিক দল গড়তে তাদের আরও সময় দরকার।’ কুগেলম্যান বলেন, ‘যদি সংস্কার বাস্তবায়ন নিশ্চিত করতে গিয়ে অন্তর্বর্তী সরকার সময়ক্ষেপণ করে, তাহলে পরবর্তী নির্বাচিত সরকার এসে সবকিছু উল্টে দেবে।’
আরও পড়ুন: বাংলাদেশকে বাণিজ্যিক ও ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখবে যুক্তরাষ্ট্র: কুগেলম্যান
‘এসব অনিশ্চয়তায় বাংলাদেশের ভবিষ্যত নিয়ে মানুষের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। তার মানে এই নয় যে লোকজন হাসিনার প্রতি স্মৃতিকাতর হয়ে যাচ্ছেন; তাদের কাছে অতীতের নিপীড়নের চেয়ে বর্তমান পরিস্থিতি মেনে নেওয়ার মতো।’
তিনি বলেন, ‘এখনো চোখে পড়ার মতো অগ্রগতি—বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে—অধরাই রয়ে গেছে, পাশপাশি মানুষের ধৈর্যও কমে যাচ্ছে।
৫১ দিন আগে
বিএনপি বহির্বিশ্বে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: তথ্যমন্ত্রী
বিএনপি সারা দুনিয়ায় দেশের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘দেশের রপ্তানি ও উন্নয়ন যাতে বাধাগ্রস্ত হয় এবং দেশের সুনাম যাতে ক্ষুণ্ন হয় সেজন্য বহির্বিশ্বে কাজ করছে তারা।’
শুক্রবার দুপুরে সিলেট সার্কিট হাউজে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।বিএনপি মহাসচিবের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম বিভিন্ন ডিপার্টমেন্টে চিঠি লিখেছেন বাংলাদেশকে সাহায্য না দেয়ার জন্য ও সাহায্য পুনর্মূল্যায়নের জন্য। একটি দলের মহাসচিব কিভাবে এটা পারেন; বলেও তিনি প্রশ্ন রাখেন।তিনি বলেন, শেখ হাসিনার সাফল্যের কারণে দেশের মানুষ খুশি হলেও বিএনপি জামায়াত তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। যে কারনে তারা এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।
আরও পড়ুন: টিআইয়ের প্রতিবেদন গতানুগতিক ও একপেশে: তথ্যমন্ত্রী
দলের তরুণ নেতাকর্মীদের উদ্দেশ্যে ড. হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনার সাফল্যের ভাগীদার দেশের জনগণ। কিন্তু এই সাফল্য তরুণ নেতাকর্মীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মাঝে মাঝে ম্লান হয়ে যায়। এসময় তিনি তরুণ নেতাকর্মীদেরকে ক্ষমতায় থাকাকালীন আরও বিনয়ী হওয়ার পরামর্শ দেন।সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ফেসবুকে তুলে ধরার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, দেশে যে এত উন্নয়ন হচ্ছে সেটি বেশি বেশি করে প্রচার করতে হবে। শুধু সেলফি তুলে ফেসবুকে দিলে হবে না। দেশের সাড়ে আট কোটি মানুষ এখন ফেসবুক ব্যবহার করে। গাড়িতে, বাসে, ট্রেনে এমনকি বাথরুমে বসেও ফেসবুক দেখে। সুতরাং আমাদের এই মাধ্যমটাকে কাজে লাগাতে হবে। দেশবিরোধী বা সরকারবিরোধীপক্ষ ফেসবুকে অপপ্রচার চালালে আমাদের উচিত সেগুলোকে মিথ্যা হিসেবে সবার সামনে তুলে ধরা।সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরও পড়ুন: মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে র্যাব প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: তথ্যমন্ত্রী
ইসি আইনের খসড়া না পড়েই বিএনপি’র মন্তব্য ‘না বলা বাতিকের' প্রমাণ: তথ্যমন্ত্রী
১১৫৮ দিন আগে
বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চলছে: এলজিআরডি মন্ত্রী
ধর্মীয় উগ্রবাদ ছড়ানোর মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন প্রাঙ্গনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত 'বিশ্ব হাত ধোয়া দিবস-২০২১ উদযাপন' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি।
মন্ত্রী বলেন, পদ্মাসেতু, কর্ণফুলী ট্যানেল, রুপপুর পারমাণবিক কেন্দ্র, মেট্রোরেলসহ অনেক মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে যা বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম ও চমক সৃষ্টি করছে। এসব উন্নয়ন তাদের সহ্য হয় না বলে নানা কৌশল অবলম্বন করছে। ধর্মীয় উগ্রবাদ সৃষ্টি করে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত এবং বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চলছে।
আরও পড়ুন: গণতন্ত্রে বিশ্বাসী হলে বিএনপি অবশ্যই নির্বাচনে অংশ নেবে: এলজিআরডি মন্ত্রী
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান, মন্ত্রী, আমলা কৃষক-শ্রমিকসহ সকল শ্রেণি পেশার মানুষ সবাই এদেশের সন্তান। সবাই মিলে সৌহার্দ্য সম্প্রীতি নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ করতে হবে বলেও জানান তিনি।
বাংলাদেশে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে কোনো বাধাবিঘ্ন ছাড়াই নিজের ধর্ম পালন করছে উল্লেখ করে মো. তাজুল ইসলাম আরও বলেন, অন্য ধর্মের প্রতি সম্মান ও মর্যাদা করার শিক্ষা ইসলামসহ সকল ধর্মেই রয়েছে। কিন্তু একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করার পরই দেশের উন্নয়ন শুরু হয়। কিন্তু পরবর্তী নির্বাচনে ক্ষমতায় না আসায় দেশে উন্নয়নের ধারা স্থবির হয়ে পড়ে। এরপর পুনরায় শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশকে নতুন এক উচ্চতায় নিয়ে গেছেন। এখন লক্ষ্যমাত্রা একটাই ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমান করা।
আরও পড়ুন: শেখ হাসিনার স্বপ্ন অনুযায়ী ঢাকা শহর গড়ে উঠবে: এলজিআরডি মন্ত্রী
স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে দরকার সঠিক নেতৃত্ব। আর সে নেতৃত্ব দেয়ার সক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে। যার নজির তিনি ইতোমধ্যে রেখেছেন এবং রেখে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ বিশ্বে আজ উন্নয়নের রোল মডেল। দেশের উন্নয়ন দেখে সারাবিশ্ব আজ হতবাক।
সুস্বাস্থ্যের জন্য হাত ধোয়া শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বে গুরুত্বসহকারে অনুসরণ করা হয় উল্লেখ করে মন্ত্রী বলেন শহর-নগর, গ্রাম-গঞ্জের সকল মানুষকে এ বিষয়ে সচেতন করার কাজ চলছে। নিয়মিত হাত ধোয়া, সম্ভাব্য সংক্রমিত ব্যক্তির সাথে মেলামিশা না করা এবং বার বার সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করতে সকলের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন: পানির জন্য দেশে এখন মিছিল-মিটিং হয় না: এলজিআরডি মন্ত্রী
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড ও ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি ভিরা মেন্ডোনকা।
১২৬১ দিন আগে