কিংবদন্তি গায়ক
আইয়ুব বাচ্চুর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
কিংবদন্তি গায়ক, গিটারিস্ট, সুরকার, গীতিকার ও সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ সোমবার। ২০১৮ সালের এই দিনে ৫৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান জনপ্রিয় সংগীত ব্যান্ড এলআরবি’র (লাভ রানস ব্লাইন্ড) প্রতিষ্ঠাতা ও ফ্রন্টম্যান আইয়ুব বাচ্চু।
১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন বাংলাদেশের ব্যান্ড সংগীতের এই কিংবদন্তি, যিনি এবি নামেই বেশি পরিচিত।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় তার অনেক ভক্ত এবং সংগীত তারকা রক কিংবদন্তির প্রতি বিশেষ শ্রদ্ধা জানিয়েছেন।
বাচ্চুর স্ত্রী ফেরদৌস চন্দনা আইয়ুব জানান, আইয়ুব বাচ্চুর স্মরণে একটি জাদুঘর তৈরির উদ্যোগ নেয়া হয়েছে যেখানে তার ব্যবহৃত ৪০টি গিটার প্রদর্শন করা হবে।
পড়ুন: দেশের প্রথম ভাসমান মসজিদ ও সাতক্ষীরার একজন ইমামের গল্প
১৯৭৮ সালে চট্টগ্রামের স্থানীয় ব্যান্ড ‘ফিলিংস’-এ যোগ দেয়ার মধ্য দিয়ে ব্যান্ড জগতে প্রবেশ করেন আইয়ুব বাচ্চু। এরপর ১৯৮০ সালে তিনি যোগ দেন দেশের অন্যতম জনপ্রিয় ‘সোলস’ ব্যান্ডে। ১৯৯০ সাল পর্যন্ত তিনি এই ব্যান্ডের সাথেই যুক্ত ছিলেন। পরে ১৯৯১ সালে গড়ে তোলেন ব্যান্ডদল এলআরবি।
মৃত্যুর আগ পর্যন্ত এলআরবি’র মূল কন্ঠশিল্পী ভোকাল ছিলেন আইয়ুব বাচ্চু।
‘আম্মাজান’, ‘আমি তো প্রেমে পড়িনি’, ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’, ‘সেই তুমি’, ‘ফেরারি এই মনটা আমার’, ‘চলো বদলে যাই’, ‘এখন অনেক রাত’, ‘হাসতে দেখো গাইতে দেখো’ সহ আরও অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা তিনি।
পড়ুন: তোগুড়: তরমুজের রস দিয়ে বানানো নতুন গুড়
নাজমুন নাহার: পৃথিবীর ১৫০তম দেশ ভ্রমণ করে ইতিহাস সৃষ্টিকারী বাংলাদেশি পরিব্রাজক
৩ বছর আগে