আল আমিরাত ক্রিকেট মাঠ
টি-টোয়েন্টি বিশ্বকাপ: মঙ্গলবার ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজদের প্রথম ম্যাচে হারার পর মঙ্গলবার অত্যন্ত গুরত্বপূর্ণ ম্যাচে ওমানের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে আল আমিরাত ক্রিকেট মাঠে খেলাটি অনুষ্ঠিত হবে।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ছয় রানে পরাজিত হয় টাইগাররা।
প্রথম ম্যাচে ১৪১ রানের মাঝারি টার্গেটে খেলতে নেমে রান তুলতে না পারায় ব্যাটসম্যানদের সমালোচনা করেন বাংলাদেশি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে একাদশে পরিবর্তন আনার ইঙ্গিতও দেন টাইগার অধিনায়ক।
স্কটল্যান্ডের কাছে হারায় বাংলাদেশের সুপার ১২তে যাওয়ার পথটা আরও কঠিন হয়ে গেলো। সুপার ১২তে থাকতে হলে বাংলাদেশকে এখন ওমানের বিরুদ্ধে জিততেই হবে।
যদি ওমানের বিরুদ্ধে টাইগাররা পরাজিত হয় এবং স্কটল্যান্ড পাপুয়া নিউগিনিকে পরাজিত করে তাহলে প্রথম রাউন্ড থেকে বাংলাদেশ বাদ পড়বে।
এছাড়া বাংলাদেশ যদি ওমান ও পাপুয়া নিউগিনিকে হারায় এবং ওমান ও স্কটল্যান্ডও যদি পাপুয়া নিউগিনিকে হারায় সেক্ষেত্রে রান রেটের ওপর ভিত্তি করে তাদের পরাজিত করতে হবে টাইগারদের।
আরও পড়ুন: হার দিয়ে বিশ্বকাপ শুরু টাইগারদের
টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশকে ১৪১ রানের টার্গেট দিলো স্কটল্যান্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপ: টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
৩ বছর আগে