নারীর ‘আত্মহত্যা’
দিনাজপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর ‘আত্মহত্যা’
পারিবারিক কলহের জের দিনাজপুর শহরের ষস্টিতলা এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক নারী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
নিহত মনোয়ারা বেগম বিলকিস (২৫) ওই এলাকার আলমের স্ত্রী।
দিনাজপুরের রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূঁইয়া জানান, রেলওয়ে স্টেশন সংলগ্ন ষস্টিতলা মহল্লার বাসিন্দা মনিরের সাবেক স্ত্রী মনোয়ারা বেগম বিলকিস। একই এলাকার আলম নামে আরেক ব্যক্তির সাথে পালিয়ে গিয়ে ঢাকায় সংসার পেতে তৈরি পোষাক কারখানায় কাজ করতেন। সাংসারিক অশান্তি দেখা দেয়ায় সপ্তাহখানেক আগে দিনাজপুরে ফিরে আসে তারা। গেল শুক্রবার মধ্যরাত পর্যন্ত স্থানীয়ভাবে শালিসের মাধ্যমে উভয়ের মধ্যে বিরাজমান সমস্যার নিষ্পত্তির চেষ্টা করে ব্যর্থ হন স্বজনরা।
আরও পড়ুন: গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ নারী শ্রমিক নিহত
এর জেরে শনিবার সকালে পার্বতীপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী কাঞ্চন এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহনন করে বিলকিস বেগম। সকালে তার খণ্ডিত লাশ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।
এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তার দ্বিতীয় স্বামী আলমকে আটক করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: আত্মহত্যা চেষ্টাকারী নারীকে উদ্ধার করল পুলিশ
৩ বছর আগে
মাগুরায় বিষপানে নারীর ‘আত্মহত্যা’
মাগুরার মহম্মদপুর উপজেলায় এক নারী বিষপানে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার দীঘা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খাদিজা বেগম (২৬) ওই গ্রামের কেরামত আলীর স্ত্রী।
আরও পড়ুন: বিষপানে কুড়িগ্রামে স্কুলশিক্ষিকার ‘আত্মহত্যা’
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির হোসেন জানান, স্বামীর সাথে মনোমালিন্য হওয়ায় মঙ্গলবার সকালে ওই নারী স্বামীর বাড়িতে বিষপান করে আত্মহত্যা করে। এ ব্যাপারে মহম্মদপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
আরও পড়ুন: সন্তানদের নিয়ে বিষপান, মা-ছেলের মৃত্যু
৩ বছর আগে