টাইগার একাদশ
টি-টোয়েন্টি বিশ্বকাপ: ওমানের বিপক্ষে টাইগার একাদশে পরিবর্তন আসতে পারে
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর বেশ সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ দল। এছাড়া এ ম্যাচে হারের ফলে সুপার ১২তে যাওয়ার পথটাও বেশ কঠিন হলো টাইগারদের জন্য। মঙ্গলবার রাত ৮টায় স্বাগতিক ওমানের বিরুদ্ধে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
এদিকে আজকের ম্যাচে টাইগার একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট। সৌম্য সরকারের পরিবর্তে মোহাম্মদ নাঈম দলে ডাক পেতে পারেন।
বাংলাদেশ দলের কোচ রাসেল ডমিঙ্গো জানান, এটা খুব জটিল সিদ্ধান্ত ছিল। মাহমুদউল্লাহ পিঠের সমস্যার কারণে বল করতে পারতো না। এই জন্য সৌম্য খেলেছে।
তিনি বলেন, ‘নাঈম আমাদের জন্য দুর্দান্ত। যদি মাহমুদউল্লাহ তাঁর সমস্যা কাটিয়ে ভালো অনুভব করেন তাহলে নাঈম সুযোগ পেতে পারেন।’
এছাড়া আফিফকে প্রথম দিকে ব্যাট করার সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট।
বিশ্বকাপের সুপার ১২তে থাকতে হলে বাংলাদেশকে প্রথম রাউন্ডের শেষ দুই ম্যাচ জিততেই হবে। আর বাংলাদেশ যদি আজকে হেরে যায় সেক্ষেত্রে বিশ্বকাপের পরবর্তী ধাপে যেতে অন্যদের ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করতে হবে টাইগারদের।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ: মঙ্গলবার ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ
হার দিয়ে বিশ্বকাপ শুরু টাইগারদের
টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশকে ১৪১ রানের টার্গেট দিলো স্কটল্যান্ড
৩ বছর আগে