পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
‘ডলফিন কনসারভেশন অ্যাকশন প্লান’ অনুমোদন
ডলফিনের আবাসস্থল রক্ষায় সরকার ‘ডলফিন কনসারভেশন অ্যাকশন প্লান’ অনুমোদন করেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।
সোমবার পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে এক সভায় এটির অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
মন্ত্রী বলেন, ‘ডলফিন কনসারভেশন অ্যাকশন প্লান নদী ও উপকূলীয় এলাকায় ডলফিনের হ্রাস কমাতে এবং ডলফিনের আবাসস্থল রক্ষায় কার্যকরী ভূমিকা রাখবে।’
এছাড়া বেশ কিছু সংশোধনী সাপেক্ষে ‘ফান্ড ম্যানেজমেন্ট গাইডলাইনস’, ‘ডলফিন আটলাস ইন বাংলাদেশ’, ম্যানেজমেন্ট প্ল্যান ফর দ্য গঙ্গা রিভার ডলফিন ইন হালদা রিভার’ অনুমোদন করা হয়েছে।
এ সভায় পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: হালদা নদীতে আরও একটি মৃত ডলফিন উদ্ধার
হাওয়াইয়ের স্পিনার ডলফিনের সাথে সাঁতার কাটা নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র
কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন
৩ বছর আগে