সাম্প্রদায়িক নৈরাজ্য
দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতেই সাম্প্রদায়িক নৈরাজ্য: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী
দেশকে পাকিস্তানের মত অকার্যকর রাষ্ট্রে পরিণত করতেই সারাদেশে সাম্প্রদায়িক নৈরাজ্য বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মঙ্গলবার বিকেলে গাজীপুর সদরের সার্কিট হাউসের পাশে কালেক্টরেট হাই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধ মন্ত্রী আরও বলেন, অতীতে আপনারা দেখেছেন দেশ এবং বিশ্ববাসী দেখছে যখনই দেশ এগিয়ে যায় তখন এই অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য বিশেষ এক শ্রেণি যারা আমাদের স্বাধীনতাকে মেনে নিতে পারে নাই, প্রত্যক্ষভাবে বিরোধীতা করেছে সেই অপশক্তিরাই এই দেশকে তাদের সাধের পাকিস্তানের মত অকার্যকর, ব্যর্থ রাষ্ট্র করার জন্য বিভিন্ন সময় ষড়যন্ত্র করে যাচ্ছে। মানুষের ধারণা, এ ঘটনায় তাদের সম্পৃক্ততা থাকতে পারে। অচিরেই প্রকৃত দোষীদের চিহ্নিত করা হবে এবং সবাই সেটি জানতে পারবে।
এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামকে সঙ্গে নিয়ে স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী।
আরও পড়ুন: সাম্প্রদায়িক হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
হিন্দুদের ওপর হামলা বন্ধ করা প্রয়োজন: জাতিসংঘ
চট্টগ্রামে পূজামণ্ডপে হামলা: ৫০০ জনের বিরুদ্ধে মামলা
৩ বছর আগে