জুম্মান মল্লিক
বরিশালে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
বরিশাল সদর উপজেলায় একটি পুকুর থেকে এক দিনমজুর যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ অক্টোবর) সকালে চরবাড়িয়া ইউনিয়নের মুকুন্দপট্টি গ্রামের মল্লিক বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে কাউনিয়া থানা পুলিশ।
মৃত জুম্মান মল্লিক (৩২) ওই এলাকার ইউসুব মল্লিকের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য ইমরান হোসেন সোহাগ জানান, সকালে জুম্মানের মা মঞ্জুরা বেগম পুকুরে হাত-মুখ ধুতে যায়। তখন হঠাৎ তিনি দেখতে পান তার ছেলে জুম্মানের নিথর দেহ পানিতে ভাসছে। তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে জুম্মানের মরদেহ পুকুরের তীরে নিয়ে আসে।
পড়ুন: মাগুরায় ইটভাটার শ্রমিকের লাশ উদ্ধার
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না মৃত্যুর সঠিক কারণ।
মৃতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
পড়ুন: ভোলায় ট্রলারডুবি: শিশুর লাশ উদ্ধার, মা-ছেলে নিখোঁজ
আশুগঞ্জে গাড়িচাপায় ২ চালকল শ্রমিক নিহত
৩ বছর আগে