জমি নিয়ে রিরোধ
বগুড়ায় জমি নিয়ে রিরোধের জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা
বগুড়া সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। এছাড়া এ সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন নিহতের দুই ভাই ও ভাতিজা। শুক্রবার বেলা ১১টার দিকে জেলা সদরের লাহিড়ী পাড়া ইউনিয়নের রহমতবালা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাহের আলী (৩৮) একই গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে এবং পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রহমতবালা গ্রামে সরকারি গুচ্ছ গ্রামের সঙ্গে রাস্তার জন্য দুই শতাংশ জমি নিয়ে একই গ্রামের জাহের আলী ও নুরুল আমিনের বিরোধ চলে আসছিল। পরে সালিসের সিদ্ধান্ত অনুযায়ী জমি মাপ ঝোঁক করার সময় দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।
এ সময় নুরুল আমিনের ছেলে সজিব জাহের আলীর পেটে ও বুকে ছুরিকাঘাত করে এবং তাকে উদ্ধার করতে গেলে জাহের আলীর ভাই আবু তাহের, বাদল ও বাদলের ছেলে ইসলামকে ছুরিকাঘাত করে সজিব পালিয়ে যান। পরে আহতদের উদ্ধার করে পাশের টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহের আলী মারা যান।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ‘ঘটনার পরপরই সজিব ও তার বাবাসহ পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে পালিয়েছেন। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’
আরও পড়ুন: বগুড়ায় সব মন্দির ও পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত
বগুড়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
বগুড়ায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার
৩ বছর আগে