ওয়ান শুটারগান
রাজশাহীতে হেরোইন জব্দ, গ্রেপ্তার ১
রাজশাহী নগরী থেকে দু’টি ওয়ান শুটারগান,পাঁচ রাউন্ড গুলি এবং ২০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। এ সময় পাঁচ মামলার আসামিকে গ্রেপ্তারের দাবি করা হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে নগরীর চরশ্যামপুর মিজানের মোড় থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার নয়ন আলী (৪২) চরশ্যামপুর এলাকার জালালের ছেলে।
র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চরশ্যামপুর এলাকায় নয়ন আলী বাসায় হেরোইন বিক্রয় করছিল। র্যাবের একটি টিম তার বাসার সবদিক ঘেরাও করলে তিনি বুঝতে পেরে পালানোর চেষ্টা করার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় নয়ন আলীর বাড়ি তল্লাশি করে শোবার ঘরের খাটের নিচ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তার বাড়ির ছাদ থেকে দুটি ওয়ান শুটারগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, নয়ন আলী রাজশাহীর শীর্ষ একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে এর আগে পাঁচটি মামলা বিভিন্ন থানায় রয়েছে। সে নির্বাচনে নাশকতার উদ্দেশ্যে ও আধিপত্য বিস্তারের জন্য অস্ত্রগুলো তার কাছে রেখেছিল।
নয়নের বিরুদ্ধে রাজশাহী কাটাখালী থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়েছে বলেও জানান র্যাব।
১১ মাস আগে
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, যুবক আটক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে তিনটি অবৈধ ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। এ সময় এক যুবককে আটকের কথা জানিয়েছে র্যাব।
উপজেলার বংপুর এলাকা থেকে শুক্রবার রাতে তাকে আটক করা হয়।
আটক মিঠন মিয়া (২৪) একই উপজেলার জগৎ এলাকার আব্দুল লতিফের ছেলে।
র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার বংপুর এলাকায় মাদক বিক্রির জন্য এক ব্যক্তি অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় তিনটি ওয়ান শুটারগানসহ মিঠন মিয়াকে আটক করা হয়।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র্যাব।
আরও পড়ুন: রংপুরে অগ্নিসংযোগ: গাজীপুর থেকে আটক ২
র্যাব অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, নরসিংদীতে আটক ২
বিরামপুর সীমান্তে স্বর্ণের বার উদ্ধার, ‘চোরাকারবারি’ আটক
৩ বছর আগে