কনস্টেবল নিহত
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে রেলওয়ে পুলিশের কনস্টেবল নিহত
গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে রেলওয়ে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
তিনি টঙ্গী থেকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ঢাকায় যাওয়ার উদ্দেশে ট্রেনে উঠার সময় পিছলে ট্রেনের চাকার নিচে পড়ে যান।
নিহত পুলিশ কনস্টেবল আব্দুল বাতেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার আব্বামুরিয়া খান বাড়ি এলাকায়।
হাসপাতাল সূত্র জানায়, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা জানান, চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে চাকার নিচে পড়ে যান। পরে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।
আরও পড়ুন: বগুড়ায় ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু
দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
১ বছর আগে
বাগেরহাটে বাসচাপায় কনস্টেবল নিহত
বাগেরহাটে যাত্রীবাহী বাসচাপায় পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাটের কাকডাঙ্গা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইলিয়াস হোসেন (৩৬) ফকিরহাট মডেল থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি ঝিনাইদহ জেলার কাশিপুর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।
আরও পড়ুন: বগুড়ায় বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, পুলিশ কনস্টেবল ইলিয়াস ডিউটি পালনের উদ্দেশে মোটরসাকেলযোগে বাড়ি থেকে বের হন। বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাটের কাকডাঙ্গা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চাকায় পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
২ বছর আগে
বরিশালে বাসচাপায় কনস্টেবল নিহত
বরিশালে ডিউটিরত অবস্থায় নেজারুল (৪৫) নামে পুলিশের এক কনস্টেবল বাসচাপায় নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর রুপাতলীর উকিল বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে বাসচাপায় ব্যবসায়ী নিহত, সড়ক অবরোধ
ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর আব্দুর রহিম বলেন, রুপাতলী থেকে জব্দ একটি অটো গাড়ি নিয়ে নেজারুল পুলিশ লাইনের দিকে আসছিলেন। পথে উকিলবাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা ঝালকাঠিগামী একটি বাসের সাথে অটোটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোচালক অটো থেকে লাফ দিলেও নেজারুল অটোসহ বাসের নিচে চাপা পরে। তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশে রওনা হলে ইচলাদী টোল ঘর এলাকায় আসার পর তিনি মারা যান।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে বাসচাপায় ৩ পথচারী নিহত
তিনি জানান, নেজারুলের লাশ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক বা সহকারী কাউকে আটক করা যায়নি।
৩ বছর আগে