স্নাতক শ্রেণি
ইবিতে গুচ্ছ পদ্ধতিতে 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্বাস্থ্যবিধি মেনে ইবির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দুপুর ১২টা হতে ১টা পর্যন্ত এক ঘণ্টার এ পরীক্ষায় প্রায় ৫ হাজার ৯২০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
ইবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেন।
এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর প্রফেসর ড. মোহা. জাহাঙ্গীর হোসেন, বিভিন্ন অনুষদের ডিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরীক্ষা কেন্দ্রের পরিবেশ, পরীক্ষার্থীদের উপস্থিতি ও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেন ইবি ভিসি শেখ আবদুস সালাম।
উল্লেখ্য, এবারই প্রথম গুচ্ছ পদ্ধতিতে ২০টি বিশ্ববিদ্যালয়ে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
আরও পড়ুন: সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে ইবিতে প্রতিবাদ সমাবেশ
গুচ্ছ ভর্তি পরীক্ষায় নতুন ইতিহাস তৈরি হল: শাবিপ্রবি উপাচার্য
৩ বছর আগে